পরিযায়ী শ্রমিকদের ফুডকুপন আদায়

আন্দোলনের চাপে অবশেষে ২৩০টি পরিযায়ী শ্রমিক পরিবারের জন্য ৬৯৪ ইউনিট ফুডকুপন আদায় হল উত্তর ২৪ পরগণার স্বরূপনগরে। দলমত নির্বিশেষে রাজ্যের অসহায় পরিযায়ী শ্রমিকদের নিয়ে গঠিত মাইগ্র্যাণ্ট ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন-এর স্বরূপনগর ব্লক কমিটির উদ্যোগে ২৩ জুলাই খাদ্য দপ্তরে ডেপুটেশনের মাধ্যমে ২৩০ জন শ্রমিকের আবেদনপত্র জমা দেওয়া হয়। সংশ্লিষ্ট আধিকারিক জানান, যাঁদের ডিজিটাল রেশন কার্ড নেই, একমাত্র তাঁরাই ফুডকুপন পেতে পারেন। এর বিরুদ্ধে সংগঠনের নেতৃত্বে প্রশাসনিক নানা স্তরে প্রতিবাদ জানানো হয়। আন্দোলনের চাপে শেষ পর্যন্ত আধিকারিক দাবি মানতে বাধ্য হন এবং ২৮ আগস্ট ফুডকুপন বিলি শুরু হয়। আবারও প্রমাণ হয়, আন্দোলনই দাবি আদায়ের একমাত্র হাতিয়ার।