পরিযায়ী শ্রমিকদের ন্যায্য পাওনার দাবিতে জেলায় জেলায় বিক্ষোভ

এগরা

নিদারুণ দুর্দশা ও কষ্ট সহ্য করে ঘরে ফিরেও পরিযায়ী শ্রমিকদের সমস্যার শেষ হয়নি৷ এই অবস্থার প্রতিকারে সারা বাংলা পরিযায়ী শ্রমিক সমিতি দাবি তুলেছে, সমস্ত পরিযায়ী শ্রমিকদের জবকার্ড প্রকল্পে যুক্ত করে ৫০০ টাকা মজুরিতে বছরে অন্তত ৩০০ দিন কাজ দিতে হবে, পশ্চিমবঙ্গের সমস্ত শ্রমিককে গরিব কল্যাণ রোজগার অভিযান প্রকল্পের আওতায় এনে বাড়ির কাছে কাজের ব্যবস্থা করতে হবে৷ এছাড়াও তাঁদের দাবি, যতদিন কাজ দেওয়া না যাবে ততদিন প্রত্যেক শ্রমিককে মাসিক ৭৫০০ টাকা অনুদান দিক সরকার৷ স্থায়ী কাজ নাদেওয়া পর্যন্ত বিনামূল্যে রেশন সরবরাহ, ন্যূনতম মজুরি কমপক্ষে ৫০০ টাকা করার দাবিও তুলেছেন তাঁরা৷ এই দাবি নিয়ে ২৫ জুন সমিতির পশ্চিম মেদিনীপুর জেলার এগরা ১ নং কুদি ব্লক অফিসে বিক্ষোভ দেখানো হয়, পরে স্মারকলিপি পেশ করা হয়৷ পঞ্চায়েত সমিতির আধিকারিক দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেন৷ সমিতির এগরা শাখার পক্ষে দেবকুমার প্রধান ও বিশ্বজিৎ মণ্ডল জানান, যতদিন না দাবি আদায় হয়, এলাকায় এলাকায় পরিযায়ী শ্রমিকদের কনভেনশন করে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে৷ এদিন প্রায় শতাধিক পরিযায়ী শ্রমিক উপস্থিত ছিলেন৷

নদীয়া

পূর্ব মেদিনীপুরের তমলুকে ২৬ জুন একই দাবিতে পাঁচ শতাধিক পরিযায়ী শ্রমিক বিক্ষোভ দেখান৷ হাসপাতাল মোড থেকে একটি মিছিল জেলাশাসক দপ্তরে যায়৷ ‘মাইগ্র্যান্ট ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’–এর পূর্ব মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে এদিন ছ’জনের প্রতিনিধিদল জেলাশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন৷