পরিবহণ মন্ত্রীকে ডেপুটেশন বাইক ট্যাক্সি চালকদের

২৪ নভেম্বর কলকাতা সাবারবান বাইক ট্যাক্সি অপারেটরস ইউনিয়ন-এর পক্ষ থেকে গণেশ চন্দ্র অ্যাভিনিউ এবং আর এন মুখার্জি রোডের সংযোগস্থলে অবস্থান বিক্ষোভ হয় ও পরিবহণ মন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয়। এই কর্মসূচিতে তিন শতাধিক বাইক ট্যাক্সি চালক যোগ দেন।

তাঁদের দাবি, বাইক ট্যাক্সিকে কমার্শিয়াল লাইসেন্স দিতে হবে, চালকদের পরিবহণকর্মী হিসেবে স্বীকৃতি দিয়ে সামাজিক সুরক্ষা প্রকল্পের অন্তর্ভুক্ত করতে হবে, বাইক ট্যাক্সি চালকদের জরিমানা প্রথা অবলুপ্ত করতে হবে, পরিবহণে ব্যবহৃত জ্বালানির উপর থেকে সেস প্রত্যাহার করতে হবে, ওলা, উবের, র্যাপিডো নিয়োগকারী সংস্থাকে শ্রম আইন-এর অন্তর্ভুক্ত করে এই ব্যবস্থায় নিয়োজিত বাইক ট্যাক্সি চালকদের সামাজিক সুরক্ষা প্রকল্পের পিএফ-ইএসআই-গ্র্যাচুইটির আওতায় আনতে আইন প্রণয়ন করতে হবে। পুলিশি বাধা আসা সত্তে্বও অবস্থান কর্মসূচি চলতে থাকে। পরে পরিবহণ দপ্তরে দাবিপত্র পেশ করা হয়। ইউনিয়নের সভাপতি শান্তি ঘোষ বলেন, আমরা গত ২২ নভেম্বর রেজিস্টার অফ ট্রেড ইউনিয়ন পশ্চিমবঙ্গ-এর পক্ষ থেকে রেজিস্টে্রশন সার্টিফিকেট পেয়েছি। এর ফলে আমাদের ইউনিয়ন ভারতবর্ষের প্রথম রেজিস্ট্রিকৃত বাইক ট্যাক্সি ইউনিয়নে পরিণত হয়। এই অবস্থান মঞ্চ থেকে সেই সার্টিফিকেট ইউনিয়নের কার্যকরী সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।