পঞ্চায়েত নির্বাচন প্রহসনে পরিণত, শিল্পী সাংস্কৃতিক কর্মী বুদ্ধিজীবী মঞ্চ

ছবি : 12 এপ্রিল ২০১৮

শিল্পী–সাংস্কৃতিক কর্মী–বুদ্ধিজীবী মঞ্চের পক্ষে নিম্নস্বাক্ষরকারীগণ ৯ এপ্রিল এক প্রেস বিবৃতিতে বলেছেন –

‘‘রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের প্রাকপর্বে মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে হিংসার যে ঘটনা ঘটছে তা  পশ্চিমবঙ্গের পক্ষে গৌরবজনক নয়৷ কয়েকটি মাত্র ব্যতিক্রম বাদ দিলে এই রাজ্যের নির্বাচনকে কেন্দ্র করে যে ধুন্ধুমার কাণ্ড সচরাচর ঘটেছে তা আমাদের দেশবাসী এমনকী বিশ্বের গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে আমাদের হেয় করে তুলেছে৷ আমরা যদি শুধুমাত্র সদ্যঘোষিত পঞ্চায়েত নির্বাচনের কথাই বলি তাহলে এটি বলার অপেক্ষা রাখে না যে নির্বাচনের উদ্যোগপর্ব থেকে এ ব্যবস্থা অনেক ক্ষেত্রে দুষ্কৃতীদের হাতে চলে গিয়েছে৷ এইসব দুষ্কৃতীদের রাজনীতির অ–আ–ক–খ জ্ঞান আছে কি না জানা নেই, কিন্তু তারা যে অনেকাংশেই আমাদের রাজ্যে বিশালতম নির্বাচনের ভাগ্য নির্ধারণ করতে চলেছে সেটা স্পষ্ট৷ গণতন্ত্রের টুঁটি চেপে ধরে যারা গণতন্ত্রের সব থেকে বড় উৎসবকে একটা অশ্লীল কার্যক্রমে পর্যবসিত করতে চায় তাদের বিরুদ্ধে কথা বলার সময় এসেছে৷ আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করছি কোনও কোনও নেতা বিরোধীশূন্য রাজ্য এবং বিরোধীশূন্য দেশ গড়ার কথা বলছেন৷ এটি গণতান্ত্রিক ভাবনার বিরোধী ও স্বৈরাচারী ভাবনার জন্ম দেয়৷ বর্তমান পঞ্চায়েত নির্বাচনের উদ্যোগপর্বে দুষ্কৃতীদের কাজ কতটা রাজনৈতিক দলের মদতপুষ্ট, প্রশাসনের কাছে কতটা ছাড়প্রাপ্ত সেটা মানুষ নিজ অভিজ্ঞতাবলে অনুভব করবে৷ মনোনয়নপর্বের এই ভয়ঙ্কর অবস্থা প্রকৃত নির্বাচনের সময় আরও ভয়ঙ্করতম হবে বলে আমাদের আশঙ্কা হয়৷ জনসাধারণের সজাগ দৃষ্টির সাথে সরকারি প্রশাসন এবং নির্বাচন কমিশন যদি যথাযথ ভূমিকা পালন করে তাহলে এই অবস্থার পরিবর্তন করা সম্ভব৷

আমরা আবেদন করব, যারা নির্বাচনকে প্রহসনে পর্যবসিত করছে তাদের বিরুদ্ধে গণতান্ত্রিক বোধসম্পন্ন মানুষ প্রতিবাদে সোচ্চার হবেন৷’’

বিভাস চক্রবর্তী

পবিত্র গুপ্ত

নিরঞ্জন প্রধান

পার্থসারথি সেনগুপ্ত

ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়

তরুণকান্তি নস্কর

শ্যামল চক্রবর্তী

সুজাত ভদ্র

পল্লব কীর্তনীয়া

রূপশ্রী কাহালি

প্রতুল মুখোপাধ্যায়

চন্দন সেন

দিলীপ চক্রবর্তী

মালবিকা চট্টোপাধ্যায়

বিষ্ণু দাস

সান্টু গুপ্ত,

তরুণ মণ্ডল

অজয় চ্যাটার্জী

সব্যসাচী দেব

অসীম গিরি

বিমল চ্যাটার্জী

মীরাতুন নাহার

বিজয়া মুখার্জী

সুভাষচন্দ্র চক্রবর্তী

অসীমকুমার রায়চৌধুরী

গীতেশ শর্মা

প্রেম কপুর

সুলেমান খুরশিদ

দীপেন রায়

গণেশ বসু

70 Year 34 Issue13 April, 2018