ন্যাশনাল মেডিকেল কমিশন বিলের প্রতিবাদে কনভেনশন

অগণতান্ত্রিক ন্যাশনাল মেডিকেল কমিশন বিল ২০১৭–র বিরুদ্ধে মেডিকেল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টরস ফোরাম এবং জুনিয়ার ডক্টরস ইউনিটির আহ্বানে ১৮ জানুয়ারি কলকাতায় বেঙ্গল টিউবারকুলোসিস অ্যাসোসিয়েশন হলে একটি কনভেনশন অনুষ্ঠিত হয়৷ বহু বিশিষ্ট চিকিৎসক–প্রফেসর-স্বাস্থ্যকর্মী-মেডিকেল ছাত্রের হল উপচে পড়া ভিড়ে অনুষ্ঠিত এই কনভেনশনে মুহুর্মুহু ধ্বনিত হয়– স্বশাসিত এমসিআই তুলে দিয়ে আমলাতান্ত্রিক ন্যাশনাল মেডিকেল কমিশন চলবে না, এমবিবিএস–এর পর ন্যাশনাল লাইসেনসিয়েট এগজামিনেশন চলবে না, মেডিকেল শিক্ষা ও স্বাস্থ্যের বেসরকারিকরণের অপচেষ্টা বাতিল কর, ক্রসপ্যাথি নয়– আধুনিক চিকিৎসার ব্যবস্থা করতে হবে৷ প্রাক্তন সাংসদ ডাঃ তরুণ মণ্ডল, ডাঃ অশোক সামন্ত, ডাঃ সজল বিশ্বাস, ডাঃ মৃদুল সরকার সহ অন্যান্য বক্তারা এই বিলের বিপজ্জনক দিকগুলি তুলে ধরেন৷ এই আন্দোলনে এগিয়ে আসা সমস্ত মানুষ এবং সংগঠনকে ঐক্যবদ্ধ করে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান কনভেনশনে ধ্বনিত হয় এবং প্রাথমিক কর্মসূচি গৃহীত হয়৷