ন্যায্য মজুরির দাবিতে বিড়ি শ্রমিকদের আন্দোলন

70 Year 29 Issue 9 March 2018

মুর্শিদাবাদের বেলডাঙাতে বিড়ি শ্রমিকদের সম্মেলন অনুষ্ঠিত হয় ২৫ ফেব্রুয়ারি৷ জেলায় বিড়ি শ্রমিকদের সরকার নির্ধারিত মজুরি ২০৫ টাকা, শ্রমিকরা পায় ৯০–১২৫ টাকা মাত্র৷ এ বছর মালিকদের সাথে চুক্তি হয়েছে ১৫২ টাকা প্রতি হাজার৷ এই মজুরিও মালিকরা দিতে রাজি নয়৷ তাই আন্দোলনে নামতে বাধ্য হয় বিড়ি শ্রমিকরা৷ শক্তিশালী শ্রমিক আন্দোলন গড়ে তুলতে সম্মেলনে সামিল হন বেলডাঙা ব্লকের পাঁচ শতাধিক বিড়ি শ্রমিক, যাঁদের অধিকাংশই মহিলা৷ সম্মেলনে কমরেড তাজিমুদ্দিনকে সম্পাদক ও মমতাজ বেগমকে সভানেত্রী করে ৩১ জনের  কমিটি গঠিত হয়৷ সম্মেলনে বিড়ি ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ ফেডারেশনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড প্রবীর দে বক্তব্য রাখেন৷

এআইইউটিইউসি–র নেতৃত্বে শতাধিক বিড়ি শ্রমিক মিছিল করে হরিহরপাড়া বিডিও এবং এম ডব্লিউ আইয়ের কাছে বিক্ষোভ দেখান৷ বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন কমরেড খোদাবক্স ও গোলাম মর্তুজা৷