নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী কমিটি গঠিত

অনন্য দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের উদ্দেশ্যে কমিটি গঠিত হল। ১৬ জানুয়ারি মৌলালি যুব কেন্দ্রের বিবেকানন্দ অডিটোরিয়ামে এক সভা থেকে সারা বাংলা নেতাজি সুভাষচন্দ্র বসু ১২৫তম জন্মবর্ষ কমিটি গঠিত হয়। সর্বস্তরের মানুষের মধ্যে নেতাজির জীবনাদর্শ চর্চার উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়। সভায় নির্বাচিত সভাপতিমণ্ডলীতে ছিলেন প্রখ্যাত শিল্পী গণেশ হালুই, প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল বিমল কুমার চ্যাটার্জি, অধ্যাপক মনোজ কুমার ভট্টাচার্য, ডাঃ অশোক কুমার সামন্ত। উপস্থিত ছিলেন প্রখ্যাত বাচিক শিল্পী রূপশ্রী কাহালী।

নেতাজির উপর রচিত সঙ্গীতের মধ্য দিয়ে সভার সূচনা হয় ও ধারাবাহিক ভাবে নেতাজি চর্চার লক্ষ্যে মূল প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাবের সমর্থনে বক্তারা বক্তব্য রাখেন। আবেগঘন এই সভায় ছাত্র যুবক ও সাধারণ মানুষের উপস্থিতিতে বিমল কুমার চ্যাটার্জিকে সভাপতি ও অশোক কুমার সামন্তকে সম্পাদক করে ২৪৮ জনের কমিটি গঠিত হয়। কমিটি জেলাস্তরে শাখা সংগঠন করার সিদ্ধান্ত নিয়েছে।

(গণদাবী-৭৩ বর্ষ ১৮ সংখ্যা_২২ জানুয়ারি, ২০২১)