নিয়োগে দুর্নীতি, স্কুলে ছুটি বাড়ানোর বিরুদ্ধে বিপিটিএ-র বিক্ষোভ

শিক্ষক নিয়োগে দুর্নীতি এবং ২৬ জুন পর্যন্ত গরমের ছুটি বৃদ্ধি করার বিরুদ্ধে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে ১৪ জুন সারা বাংলা প্রতিবাদ দিবস পালন করা হয়। কলকাতার কলেজ স্ট্রিট সহ জেলায় জেলায় প্রতিবাদ সভা হয়। কলেজ স্ট্রিটের সভায় (ছবি) বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা, সম্পাদকমণ্ডলীর সদস্য বিকাশ নস্কর, কলকাতা জেলা সম্পাদিকা সুমিতা মুখার্জি, হাওড়া জেলা সম্পাদক শ্রীমন্ত ধাড়া, কৌস্তভ চ্যাটার্জী প্রমুখ নেতৃবৃন্দ। অপরিকল্পিত ছুটি বাতিল করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি করেছে সমিতি। পাশাপাশি প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং দুর্নীতিমুক্ত ভাবে মেধা তালিকার ভিত্তিতে টেট পাশ সমস্ত ট্রেন্ডদের নিয়োগের দাবিতে সর্বস্তরের শিক্ষক ছাত্র অভিভাবকদের ঐক্যবদ্ধভাবে আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

গণদাবী ৭৪ বর্ষ ৪৪ সংখ্যা ২৪ জুন ২০২২