নির্বাচনে হেরে মৈপীঠে এস ইউ সি আই (সি)–র উপর হামলা তৃণমূলের

গত পঞ্চায়েত নির্বাচনে কুলতলির মৈপীঠ গ্রাম পঞ্চায়েতে ১৯ আসনের মধ্যে মাত্র ১টি আসনে জয়ী হয়েছিল তৃণমূল৷ পরে তারা নানা অনৈতিক পথে বিরোধী দলের সদস্যদের ভাঙিয়ে গ্রাম পঞ্চায়েতের দখল নেয়৷ ২০ নভেম্বর ৪টি উপসমিতির আসনে নির্বাচন হয়৷  তাতে  সবকটি  আসনেই জয়ী হয় এস ইউ সি আই (সি)৷ পরাজিত হয়ে তৃণমূল কংগ্রেস ব্যাপক সন্ত্রাস নামিয়ে আনে৷ এসইউসিআই(সি)–র কর্মী কমরেড কবিতা পাত্রকে মারধর ও শ্লীলতাহানি করে৷ স্থানীয় এস ইউ সি আই (সি) নেতা কমরেড সুদর্শন মান্নার বাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমা–গুলি ছোঁড়ে তৃণমূল দুষ্কৃতীরা৷

এ প্রসঙ্গে এস ইড সি আই (সি) পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য্য ২৪ নভেম্বর এক বিবৃতিতে বলেন, দল ভাঙানোর খেলায় মত্ত হয়েও শেষ পর্যন্ত  দক্ষিণ ২৪ পরগণার কুলতলির মৈপীঠ অঞ্চল পঞ্চায়েতের উপসমিতি নির্বাচনে এস ইড সি আই (সি)–র জয়লাভে ক্ষিপ্ত হয়ে তৃণমূল কংগ্রেস তাদের সহযোগী সি পি এমের সাহায্যে যে ব্যাপক সন্ত্রাস চালাচ্ছে, এমনকী মহিলাদের উপর নির্যাতন চালাচ্ছে, আমরা তার তীব্র নিন্দা করছি৷

সাথে সাথে মৈপীঠের আপামর জনসাধারণ বিশেষ করে মহিলারা সমবেত হয়ে দুষ্কৃতীদের প্রতিরোধ করতে যেভাবে এগিয়ে এসেছেন তার জন্য আমরা তাঁদের অভিনন্দন জানাচ্ছি৷ আমরা প্রশাসনের কাছে অবিলম্বে এই হামলা বন্ধ করার উপযুক্ত ব্যবস্থা গ্রহণের এবং দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি৷ তিনি আরও বলেন, ঠিক এভাবেই সি পি এম ১৯ বছর ধরে অত্যাচার চালিয়েছিল৷ মৈপীঠের মানুষই বহু মূল্য দিয়ে তার প্রতিরোধ করেছিল৷ আমাদের বিশ্বাস, এবারেও মৈপীঠের জনসাধারণ দুষ্কৃতীদের প্রতিরোধ করবে৷

(গণদাবী : ৭১ বর্ষ ১৬ সংখ্যা)