নারায়ণগড়ে কৃষকদের বিডিও ডেপুটেশন

ধানের কুইন্টাল প্রতি ২,০০০ টাকা সহায়ক মূল্য, ফসলের লাভজনক দাম এবং কৃষিঋণ মকুব সহ ১৩ দফা দাবিতে ১৮ জুলাই নারায়ণগড় বিডিওকে ডেপুটেশন দিল এস ইউ সি আই (সি) এবং অল ইন্ডিয়া কিষাণ খেতমজদুর সংগঠন৷ বেলদা ট্রাফিক স্ট্যান্ডের সামনে একটি পথসভার আয়োজন করা হয়৷

সহায়ক মূল্যে ধান কেনার ব্যবস্থা, এনরেগা প্রকল্পে বকেয়া টাকা মেটানো, প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি বন্ধ, কেলেঘাই নদীর উপর গনুয়া ব্রিজ তৈরি, কেশিয়াড়ি মোড়ে যাত্রী প্রতীক্ষালয় ও শৌচাগার নির্মাণ, বেলদা কালীমন্দিরের সামনে জমা আবর্জনা পরিষ্কার করার দাবি তোলা হয় পথসভায়৷ বেলদাকে মহকুমা ঘোষণার দাবিও তোলা হয় সংগঠনের পক্ষ থেকে৷ বৃষ্টি না হওয়ার পরিস্থিতিতে খরা অঞ্চল ঘোষণা করা এবং সেচের ব্যবস্থা করে দেরিতে হলেও চাষের বন্দোবস্ত করার আবেদন জানানো হয়৷ সমস্ত দাবি বিবেচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন বিডিও৷ 

ডেপুটেশনে উপস্থিত ছিলেন দলের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড সূর্য প্রধান, তুষার জানা, জেলা কমিটির সদস্য স্বদেশ পড়িয়া, শ্যামাপদ জানা, ধীরেন ওঝা প্রমুখ৷

(গণদাবী : ৭১ বর্ষ ৫০ সংখ্যা)