নাগরিক অধিকার রক্ষার দাবিতে তমলুকে সিপিডিআরএস–এর সভা

যৌন হেনস্থায় অভিযুক্ত বিজেপি সাংসদ, জাতীয় কুস্তি ফেডারেশনের চেয়ারম্যান ব্রিজভূষণ শরন সিংহ সহ কয়েকজন কোচের গ্রেপ্তারের দাবিতে দিল্লিতে মাসাধিককাল অবস্থানরত কুস্তিগিরদের আন্দোলনের সমর্থনে এবং সাংবাদিক ও সংবাদপত্রের কণ্ঠরোধের প্রতিবাদে ও মানবাধিকার রক্ষার দাবিতে পূর্ব মেদিনীপুরের তমলুকে পথে নামলেন নাগরিকরা৷

২৭ মে তমলুক পৌরসভার সামনে মানবাধিকার সংগঠন সিপিডিআরএস–এর ডদ্যোগে এক নাগরিক প্রতিবাদ সভায় মূল প্রস্তাব পাঠ করেন অধ্যাপক সঞ্জীব কুইলা৷

বক্তব্য রাখেন প্রাক্তন প্রধান শিক্ষক প্রশান্ত পাড়ই, ডাঃ ললিত কুমার খাঁড়া, প্রাক্তন ব্যাঙ্ক আধিকারিক নরেন্দ্রনাথ মাইতি, শিক্ষক তপন জানা, সমাজকর্মী মানিক মাইতি প্রমুখ৷

সমস্ত বক্তাই কেন্দ্র ও রাজ্য সরকারগুলির অগণতান্ত্রিক কার্যকলাপ ও প্রতিবাদীদের কণ্ঠরোধ, মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার, সাজানো এনকাডন্টারে হত্যার তীব্র সমালোচনা করেন ও সমস্ত গণতন্ত্রপ্রিয় নাগরিকদের প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানান৷

সভায় এনআরসি প্রত্যাহারেরও জোরালো দাবি ওঠে৷