নবান্ন ও রাজভবনে স্মারকলিপি পেশ করলেন প্রতিনিধিদল

রাজভবনে প্রতিনিধি দল

প্রথম শ্রেণি থেকে পাশ–ফেল চালু, রাজ্যে মদ নিষিদ্ধ করা, নারী নির্যাতন বন্ধ, কৃষকের ফসলের ন্যায্য মূল্য, চা শ্রমিকদের ন্যায্য মজুরি, বিদ্যুতের মাশুল কমানো, নারী–শিশুপাচার বন্ধ, বুলবুল ঘূর্ণিঝড়ে নিহত পরিবারবর্গের সাহায্য ও চিটফান্ড ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রভৃতি দাবিতে নবান্ন অভিযান এবং এন আর সি বাতিলের দাবিতে রাজ্যপালের কাছে স্মারকলিপি পেশের উদ্দেশ্যে ১৩ নভেম্বর কলকাতার হেদুয়া পার্ক থেকে ২৫ হাজার মানুষের মিছিল শুরু হয়৷ সুবোধ মল্লিক স্কোয়ারের কাছে পুলিশ মিছিলের গতিরোধ করে৷

বিধানসভায় শিক্ষামন্ত্রীর হাতে দাবিপত্র তুলে দিচ্ছেন রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য

মিছিল থেকে দু’টি প্রতিনিধি দল নবান্ন ও রাজভবনে যায়৷ নবান্নে মুখ্যমন্ত্রী না থাকায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিধানসভা ভবনে প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করে দাবিপত্র গ্রহণ করেন৷ প্রতিনিধিদলে ছিলেন রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য, তরুণ নস্কর, অনুরূপা দাস ও রূপম চৌধুরী৷ রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শংকর ঘোষের নেতৃত্বে রাজভবনে রাজ্যপালের কাছে দাবিপত্র পেশ করেন তরুণ মণ্ডল, পঞ্চানন প্রধান ও দেবাশিস রায়৷

ভয়ঙ্কর বেকারি ও আর্থিক মন্দায় বিপর্যস্ত দেশের সাধারণ মানুষের দুর্দশার চিত্র রাজ্যপালের কাছে তুলে ধরে প্রতিনিধিদল বলেন, এর উপরে এনআরসি–র আক্রমণ ভয়াবহ বিপদ হিসাবে নেমে আসছে৷ অবিলম্বে নাগরিকত্ব প্রমাণের এই পরিকল্পনা বাতিল করতে হবে৷ রাজ্যপাল এস ইউ সি আই (সি)–র এই বক্তব্যের যৌক্তিকতা অস্বীকার করতে পারেননি৷ তিনি জানান, এই বক্তব্য উপযুক্ত গুরুত্ব দিয়ে কেন্দ্রীয় সরকারকে জানাবেন৷ বিধানসভা ভবনে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রতিনিধিদল দীর্ঘ সময় ধরে সমস্ত দাবি নিয়ে আলোচনা করে৷ তিনি দাবিগুলির সঙ্গে সহমত পোষণ করে মুখ্যমন্ত্রীকে সেগুলি জানাবেন বলেছেন৷ প্রতিনিধিদলকে পার্থবাবু বলেন, চিটফান্ড–ক্ষতিগ্রস্ত এবং বুলবুল ঝড়ে দুর্গতদের নামের তালিকা দিলে তিনি তাঁদের জন্য সরকারি সাহায্যের ব্যবস্থা করবেন৷

(গণদাবী : ৭২ বর্ষ ১৪ সংখ্যা)