নদিয়ায় পুলিশি নির্যাতনের প্রতিবাদে মিছিল

70 Year 33 Issue 6 April, 2018

নদিয়ার কালীগঞ্জে পানিঘাটা গ্রামে ৩৪ নং জাতীয় সড়কের উপর ১৯ মার্চ এক পথ দুর্ঘটনায় দুই মাধ্যমিক পরীক্ষার্থিনী নিহত হন৷ ক্ষুব্ধ গ্রামবাসীরা স্বতঃস্ফূর্তভাবে অবরোধ করলে পুলিশ ঘটনাস্থলে এসে ব্যাপক লাঠি চার্জ করে, টিয়ার গ্যাসের সেল ফাটায় এবং ১০ জনকে গ্রেপ্তার করে৷ তার মধ্যে একজন এস ইউ সি আই (সি) কর্মী৷ পুলিশের মারে এঁরা মারাত্মক ভাবে জখম হলেও দীর্ঘ সময় তাঁদের চিকিৎসা না করে থানায় ফেলে রাখে৷ পুলিশ আরও গ্রেপ্তারের জন্য হুমকি দিলে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়৷ এই বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে, চেকিং–এর নামে পুলিশি তোলাবাজির বিরুদ্ধে, মৃতদের দুই পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং গ্রেপ্তার হওয়া মানুষদের নিঃশর্ত মুক্তির দাবিতে ২৩ মার্চ এস ইউ সি আই (সি) দলের আহ্বানে বিক্ষোভ মিছিল ও বিডিওকে ডেপুটেশন দেওয়া হয়৷ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা কমিটির সদস্য কমরেডস বসির আহমেদ, হররোজ আলি সেখ এবং দেবগ্রাম লোকাল কমিটির সম্পাদক কমরেড কামালউদ্দিন সেখ৷