ধারাবাহিক আন্দোলনে ১০৫ জন ডাক্তার উচ্চশিক্ষার সুযোগ পেলেন

গ্রামীণ মানুষের সুচিকিৎসার দাবিতে, গ্রামীণ হাসপাতাল ও সুপার–স্পেশালিটি হাসপাতালগুলিতে বিশেষজ্ঞ ডাক্তারের বিপুল ঘাটতি মেটাতে হাইকোর্টের রায় মেনে এ’বছর এন ই ই টি–পি জি উত্তীর্ণ ১০৫ জন সরকারি ডাক্তার এম ডি/এম এস/ পি জি ডিপ্লোমা কোর্সে পড়ার সুযোগের দাবিতে গত কয়েক মাস ধরে লাগাতার গণতান্ত্রিক  আন্দোলন ও আইনি লড়াই চালিয়ে আসছিলেন৷ তা সত্ত্বেও রাজ্যের স্বাস্থ্যদপ্তর পড়ার অনুমতি না দেওয়ায় সার্ভিস ডক্টরস ফোরামের উদ্যোগে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে ২৩–২৮ আগস্ট ডাক্তাররা কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ারে লাগাতার অবস্থান কর্মসূচি চালান৷ ক্রমবর্ধমান আন্দোলন ও জনমতের চাপে শেষপর্যন্ত স্বাস্থ্যদপ্তর টিআর সহ রিলিজের দাবি মানতে বাধ্য হয়৷

আন্দোলনের এই  জয়ে আন্দোলনকারী সরকারি চিকিৎসক, তাঁদের পরিজন, আন্দোলনের পাশে এসে দাঁড়ানো এম এস সি–র মতো সংগঠন ও শুভবুদ্ধিসম্পন্ন নাগরিকদের ধন্যবাদ জানিয়েছেন এসডিএফ–এর সাধারণ সম্পাদক ডাঃ সজল বিশ্বাস৷ তিনি বলেন, ‘এই ডাক্তাররা উচ্চশিক্ষার সুযোগ পাওয়ার ফলে এম বি বি এস ডাক্তারদের সরকারি চাকরিতে যোগ দেওয়ার প্রবণতা বাড়বে এবং গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের যে ৯৩ শতাংশ বিশেষজ্ঞের পদ শূন্য পড়ে রয়েছে, সেগুলি পুরণের পথ সুগম হবে৷ গ্রামের মানুষের জন্য চিকিৎসা পরিষেবা  উন্নত হবে’’৷ তিনি আরও বলেন, ‘‘আন্দোলনের এই জয় আবার প্রমাণ করল, ন্যায়সঙ্গত দাবিতে সঠিক নেতৃত্বে  সঠিক পথে ঐক্যবদ্ধ আন্দোলনের জয় নিশ্চিত৷’’

(৭১ বর্ষ ৬ সংখ্যা ৭ সেপ্টেম্বর, ২০১৮)