ধান কেনার সময়ই দাম দেওয়ার দাবি জানাল এআইকেকেএমএস

এ রাজ্যে ধান বিক্রিতে কৃষকদের হয়রানি বছরের পর বছর চলছে। সরকারি নিয়ম অনুযায়ী বিক্রির ৭২ ঘণ্টার মধ্যে দাম মেটানোর কথা খাদ্য ও সরবরাহ দপ্তরের। কিন্তু টাকা পেতে ১০-১৫ দিন দেরি হয়ে যাচ্ছে। এই হয়রানি অবিলম্বে বন্ধ করা এবং ন্যূনতম সহায়ক মূল্যে প্রতি হাটে নগদে ধান কেনার দাবিতে ১৩ জানুয়ারি রায়গঞ্জ বিডিও দপ্তরে বিক্ষোভ দেখায় এআইকেকেএমএস। তাদের দাবি, রামপুর অঞ্চলের আদিয়ার কিরনের গোডাউন থেকে পশ্চিম আদিয়ার পর্যন্ত ২.৫ কিমি রাস্তা, শীতগ্রাম হাইস্কুল থেকে দক্ষিণ মহিগ্রাম পর্যন্ত ৪ কিমি এবং কোকড়া ত্রিমোহনী মোড় থেকে রোলগ্রাম পর্যন্ত ২ কিমি রাস্তা নির্মাণ, দরিদ্র আদিবাসীদের জাতিগত আর্থ-সামাজিক সেন্সাস তালিকায় অন্তর্ভুক্তি সহ ১২ দফা দাবিতে এ দিন ডেপুটেশন দেওয়া হয়।

এ দিন রায়গঞ্জ রেল স্টেশন থেকে মিছিল করে বিডিও অফিসে পৌঁছান কৃষকরা। তাঁদের দাবি, কালা কৃষি আইন বাতিল করতে হবে, কর্পোরেটদের হাতে কৃষকদের ছেড়ে না দিয়ে সরকারি উদ্যোগে সস্তায় সার্টিফায়েড সার, কীটনাশক ও কৃষি উপকরণ সরবরাহ করতে হবে। নেতৃত্ব দেন দুলাল রাজবংশী, রাম হেমব্রম, রুবিনা খাতুন, মাধবী পাল, লক্ষ্মীরাম টুডু প্রমুখ।

(গণদাবী-৭৩ বর্ষ ১৮ সংখ্যা_২২ জানুয়ারি, ২০২১)