ধস মেরামতের দাবিতে কোলাঘাটে বিক্ষোভ

পূর্ব মেদিনীপুরের কোলাঘাট স্টেশন সংলগ্ন পি এন বি অফিসের কাছে সম্প্রতি প্রায় দেড়শো ফুট অংশে হঠাৎ বিরাট ধস নামে। তার কয়েকদিন আগে ওই স্থানে নদীবাঁধের অংশে সামান্য ফাটল দেখা দিয়েছিল। কিন্তু তারপর প্রায় মাসাধিককাল অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত এই ফাটল মেরামত করা হয়নি। ফলে তমলুক-শহিদ মাতঙ্গিনী-কোলাঘাট ব্লকের বিস্তীর্ণ এলাকার মানুষজন যাতায়াতে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন। এমতাবস্থায় ‘কোলাঘাট রূপনারায়ণ নদীবাঁধ রক্ষা কমিটি’র পক্ষ থেকে আজ ধসে যাওয়া অংশ দ্রুত মেরামত সহ রূপনারায়ণের হাওড়া জেলা লাগোয়া বিশাল চর অপসারণের দাবিতে কোলাঘাট ব্লকের বিডিও তাপস হাজরাকে স্মারকলিপি দেওয়া হয়। প্রতিনিধিদলে ছিলেন কমিটির পক্ষে জয়মোহন পাল, তপন কুমার মণ্ডল, শঙ্কর মালাকার প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙ্গন প্রতিরোধ কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক।

পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙ্গন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে অবিলম্বে যুদ্ধকালীন তৎপরতায় ওই অংশে মেরামত সহ চর অপসারণে মাস্টার প্ল্যান কার্যকর করার দাবিতে সেচমন্ত্রীকে ই-মেলে স্মারকলিপি পাঠানো হয়। কমিটির নেতৃবৃন্দ বলেন, বেশ কয়েক বছর ধরেই রূপনারায়ণের হাওড়া জেলার দিকে বিশাল পরিমাণ চর সৃষ্টি হওয়ায় নদীর মূল স্রোত কোলাঘাট শহর সংলগ্ন অংশ দিয়ে বইছে। অবিলম্বে ওই ধস মেরামতের পাশাপাশি হাওড়া জেলা লাগোয়া অংশে চর অপসারণ করা না হলে যে কোনও সময় কোলাঘাট শহর বিপন্ন হবে।