Breaking News

ধর্ষকের ফাঁসির দাবি জানাল চিয়াড়ার নাগরিকরা

তমলুক থানার চিয়াড়া গ্রামে সম্প্রতি নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়৷ অপরাধীর কঠোর শাস্তির দাবিতে ১২ জুন চিয়াড়া গ্রামে নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হয়৷ শতাধিক নারী–পুরুষ উপস্থিত ছিলেন৷ কনভেনশনে বক্তারা নৈতিকতার অবনমনে উদ্বেগ প্রকাশ করেন এবং এলাকাকে মদ–গাঁজা–সাট্টা–জুয়ার প্রভাব মুক্ত করার উপর জোর দেওয়া হয়৷ কনভেনশনে শ্যামল মাইতিকে সভাপতি, বৈদ্যনাথ মাজি ও সঞ্জয় মান্নাকে যুগ্ম সম্পাদক ও প্রণব ভূঞাঁকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে প্রতিরোধ মঞ্চ গড়ে তোলা হয়৷

১৫ জুন অপরাধীকে কোর্টে তোলা হলে প্রতিরোধ মঞ্চের নেতৃত্বে তিন শতাধিক নারী–পুরুষ বিক্ষোভ দেখান এবং অপরাধীর ফাঁসির দাবি জানান৷

(৭০ বর্ষ ৪৫ সংখ্যা ২৯ জুন, ২০১৮)