দেশে মার্কিন সেনাঘাঁটি বানানো চলবে না, বিক্ষোভ আর্জেন্টিনায়

আর্জেন্টিনা৷ মারাদোনা–মেসির ফুটবল–জাদুতে বিখ্যাত এক দেশ৷ এবার ফুটবল নয়, মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রবল বিক্ষোভের কারণে খবরের শিরোনামে এল ল্যাটিন আমেরিকার এই দেশটি৷ ১০ জুলাই সেদেশের ৬০টিরও বেশি রাজনৈতিক দল, শ্রমিক ইউনিয়ন, সামাজিক ও মানবাধিকার সংগঠন একযোগে আর্জেন্টিনায় মার্কিন সামরিক ঘাঁটি তৈরির ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে৷

আর্জেন্টিনার নেউকোয়েন শহরে একটি সামরিক ঘাঁটি বানানোর ছক কষছে আমেরিকা৷ দেশের মানুষের বিক্ষোভের মুখে পড়তে হতে পারে এই আশঙ্কায় সেদেশের সরকার এবং আমেরিকা দু’জনেই চাপিয়ে নিয়েছে মানবদরদের মুখোশ৷ তারা বলছে সামরিক ঘাঁটি নয়, নেউকোয়েনে তৈরি হতে চলেছে প্রাকৃতিক বিপর্যয়ে দুর্গতদের রক্ষার জন্য আশ্রয়শিবির৷ কিন্তু এই প্রতারণা ধরে ফেলতে সময় লাগেনি সেখানকার সাম্রাজ্যবাদবিরোধী মানুষের৷ স্বাক্ষরিত এক বিবৃতিতে বিক্ষোভকারী সংগঠনগুলির পক্ষ থেকে বলা হয়েছে, আর্জেন্টিনার আইনগত অসুবিধা এড়াতে এটিকে সামরিক ঘাঁটি বলে উল্লেখ করা হচ্ছে না৷ তাছাড়া, যদি সত্যিই আমেরিকা দুর্গতদের জন্য ত্রাণশিবির তৈরি করতে চাইত, তাহলে তা করত বিপর্যয়প্রবণ অঞ্চলে৷ নেউকোয়েন আগ্ণেয়গিরি কিংবা ভূমিকম্পপ্রবণ এলাকাই নয়৷ বরং এটি হল দেশের খনিজ তেল সমৃদ্ধ একটি অঞ্চল৷ আর্জেন্টিনার প্রাকৃতিক সম্পদ লুট করে মুনাফা বানায় যেসব মার্কিন কোম্পানি, এখানে সামরিক ঘাঁটি তৈরি করে মার্কিন সাম্রাজ্যবাদ আসলে তাদেরই সুরক্ষা দিতে চাইছে৷ আর এই অমানবিক সাম্রাজ্যবাদী লুটে মদত দিচ্ছে খোদ আর্জেন্টিনার সরকার৷

এদিনের বিক্ষোভে দাবি উঠেছে মার্কিন সাম্রাজ্যবাদকে দেশের মাটিতে থাবা বসাতে দেওয়া চলবে না৷ অবিলম্বে আর্জেন্টিনা সরকারকে এই ঘাঁটি তৈরির কাজ বন্ধ করতে হবে৷

(৭০ বর্ষ ৪৯ সংখ্যা ২৭ জুলাই, ২০১৮)