দেশব্যাপী ধর্মঘটে সামিল অঙ্গনওয়াড়ি কর্মীরা

এ আই ইউ টি ইউ সি সহ দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন আহূত প্রকল্প–কর্মীদের ১৭ জানুয়ারির দেশব্যাপী সাধারণ ধর্মঘটে পশ্চিমবঙ্গের অঙ্গনওয়াড়ি কর্মীদের ব্যাপক অংশগ্রহণ ঘটেছে৷ ওয়েস্টবেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের রাজ্য সম্পাদিকা মাধবী পণ্ডিত বলেন, ক্ষমতাসীন দল ওপ্রশাসনের প্রবল চাপ এবং মুখ্যমন্ত্রীর ধর্মঘট বিরোধী হুমকিকে উপেক্ষা করে ১৭ জানুয়ারি এ রাজ্যে হাজার হাজার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা প্রকল্প–কর্মীদের দেশব্যাপী ধর্মঘটে যেভাবে সাহস ও দৃঢ়তার সঙ্গে ব্যাপক সংখ্যায় অংশগ্রহণ করেছেন, তার জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে তাঁদের সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি৷ তিনি বলেন, ভারতীয় শ্রম সম্মেলনের ৪৫ তম অধিবেশনের সর্বসম্মত সুপারিশ অনুযায়ী প্রকল্প–কর্মীদের স্বেচ্ছাসেবীর পরিবর্তে কর্মচারী হিসাবে স্বীকৃতি, প্রভিডেন্ট ফান্ড, পেনশন সহ সামাজিক নিরাপত্তামূলক ব্যবস্থা চালু, নামমাত্র সাম্মানিকের পরিবর্তে ন্যূনতম মাসিক ১৮ হাজার টাকা বেতন, প্রকল্পগুলির বেসরকারিকরণ না করা এবং কেন্দ্রীয় বাজেটের বরাদ্দ বৃদ্ধি প্রভৃতির দাবিতে আমাদের ইউনিয়ন সহ ফেডারেশনগুলি দীর্ঘকালব্যাপী আন্দোলন চালিয়ে যাচ্ছে৷ কিন্তু রাজ্যের বর্তমান সরকার পূর্বতন সিপিএম সরকারের মতোই অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের দাবিগুলি উপেক্ষা করে চলেছে এবং গণতান্ত্রিক রীতি–নীতি ও মূল্যবোধকে একইভাবে পদদলিত করছে– আমরা এর তীব্র প্রতিবাদ করছি৷ শুধু তাই নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী যে ভিত্তিহীন, অসত্য দাবি করে অঙ্গনওয়াড়ি কর্মী সহ প্রকল্প–কর্মীদের আন্দোলনকে বিপথগামী করার অপচেষ্টা চালাচ্ছেন, আমরা তারও তীব্র প্রতিবাদ জানাচ্ছি৷ একই সাথে সমস্ত রকম ভয়–ভীতি উপেক্ষা করে ঐক্যবদ্ধ আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি৷