‘দুয়ারে মদ’ ঘরে ঘরে বিপদ

দুয়ারে মদ প্রকল্পের বিরুদ্ধে শিলিগুড়িতে বিক্ষোভ

এসইউসিআই(সি)-র পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য ২৯ জানুয়ারি মুখ্যমন্ত্রীকে এক চিঠিতে বলেন,

রাজ্য সরকারের আবগারি দপ্তর থেকে মদের জন্য ‘ই-রিটেল’ পোর্টাল চালু করা হয়েছে যাকে দপ্তরের অনেকেই ‘দুয়ারে মদ’ প্রকল্প বলে অভিহিত করেছেন। মদের প্রসার এবং তার মাধ্যমে সরকারের রাজস্ব আদায় বৃদ্ধির জন্য গত আগস্টে এই প্রকল্প চালু হলেও তাকে আরও লাভজনক করার উদ্দেশ্যে সরকার কলকাতা, মুম্বই, বাঙ্গালোর ও চেন্নাইয়ের ৪টি পেশাদারি সংস্থার সাথে চুক্তি করতে চলেছে। এই খবর আমাদের উদ্বিগ্ন করেছে।

মদের বিক্রি যত বাড়বে তত সাংস্কৃতিক অবক্ষয় বাড়বে, পারিবারিক অশান্তি বাড়বে, গরিব মানুষ আরও নিঃস্ব হবে, নারী নির্যাতন বাড়তেই থাকবে। কেবল রাজস্ব বৃদ্ধির জন্য কোনও সরকার এমন কাজ করতে পারে না। স্বাধীনতা আন্দোলনের সময় জাতীয় নেতারা মাদক প্রসারের বিরুদ্ধে লড়েছিলেন। স্বাধীনতা-উত্তর যুগে একটি দল যার নামের সঙ্গে ‘কংগ্রেস’ কথাটি যুক্ত সেই দলের পরিচালিত সরকার মদের ব্যবসাকে কেমন করে রাজস্ব বৃদ্ধির অন্যতম মুখ্য উপায় হিসাবে বিবেচনা করতে পারে, তা বিস্ময়কর। আমরা আপনার সরকারের এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ করে অবিলম্বে রাজ্যে মদ নিষিদ্ধ করার দাবি করছি।

গণদাবী ৭৪ বর্ষ ২৫ সংখ্যা ৪ ফেব্রুয়ারি ২০২২