দুর্দশাগ্রস্ত পরিচারিকাদের চিঠি মুখ্যমন্ত্রীকে

ফাইল চিত্র

সারা বাংলা পরিচারিকা সমিতির রাজ্য সম্পাদিকা পার্বতী পাল ৮ এপ্রিল মুখ্যমন্ত্রীর উদ্দেশে এক খোলা চিঠিতে পরিচারিকাদের দুর্দশার কথা তুলে ধরেছেন। বহু বাড়িতেই এখন পরিচারিকাদের কাজে যেতে নিষেধ করা হয়েছে। ফলে তাঁরা হয়ত বেশিরভাগ বাড়ি থেকেই এপ্রিল মাসের বেতন পাবেন না। যে সমস্ত এলাকায় পুরুষরা বাইরের রাজ্যে কাজ করতেন তাঁদের কেউ কেউ ঘরে ফিরে আসায় তাদের বাড়ির সকলকেই সামাজিকভাবে বয়কট করা হচ্ছে। ফলে এইসব এলাকা থেকে যারা পরিচারিকার কাজ পেতেন, কোনও পরিবারই আর তাদের রাখতে চাইছে না। তিনি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড এলাকায় পরিচারিকা পরিবারগুলির বিশেষ সমস্যা তুলে ধরেন। পুরুলিয়া জেলার পরিচারিকা পরিবারগুলির অনাহারজনিত পরিস্থিতিও তিনি তুলে ধরেন।সমিতি দাবি করেছে, রোজগার হারানো পরিচারিকাদের জন্য আর্থিক সাহায্য ও রেশন কার্ড না থাকলেও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করতে হবে।

সারা বাংলা পরিচারিকা সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি ৯ এপ্রিল জেলাশাসককে কয়েকটি দাবি সংবলিত স্মারকলিপি দেন।