Breaking News

দিশা রবিকে গ্রেপ্তার গণতন্ত্রের উপর নগ্ন আক্রমণ — প্রভাস ঘোষ

দিল্লির কৃষক আন্দোলন সমর্থন করায় পরিবেশকর্মী দিশা রবিকে দিল্লি পুলিশ দেশদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার করেছে। এর তীব্র বিরোধিতা করে এসইউসিআই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ১৫ ফেব্রুয়ারি এক বিবৃতিতে বলেন, এই ঘটনা গণতান্ত্রিক রীতির চরম লঙ্ঘন। তিনি বলেন, কৃষকদের উৎপাদিত খাদ্যে বেঁচে থাকা প্রতিটি মানুষেরই কর্তব্য কৃষক আন্দোলনের পাশে দাঁড়ানো। অথচ সরকার নগ্নভাবে কর্পোরেট হাঙরদের পাশে দাঁড়িয়ে কৃষক আন্দোলনের সমর্থকদের দেশদ্রোহী হিসাবে দেগে দিচ্ছে। পুলিশের এই জঘন্য ভূমিকা এবং আন্দোলনের প্রতি সহমর্মী সাংবাদিক, মানবাধিকার কর্মী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিদের বিরুদ্ধে যে সাইবার আক্রমণ চালানো হচ্ছে, তা গণতন্ত্রের মৌলিক অধিকারগুলির উপর নগ্ন আক্রমণ। সরকারের এই ভূমিকার বিরুদ্ধে এবং যে কৃষকরা সংকল্প নিয়েছেন আইন বাতিল না করে ফিরবেন না, তাঁদের পাশে গণতন্ত্রপ্রিয় মানুষদের ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

(ডিজিটাল গণদাবী-৭৩ বর্ষ ২৩ সংখ্যা_২৬ ফেব্রুয়ারি, ২০২১)