Breaking News

দিল্লি রাজ্য যুব সম্মেলন

বেকারি, মাদকাসক্তি, অশ্লীলতা এবং মহিলাদের উপর ক্রমবর্ধমান নির্যাতনের বিরুদ্ধে ২৫ আগস্ট  ত্রিনগরে এ আই ডি ওয়াই ও–র দিল্লি রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়৷ সভাপতিত্ব করেন সংগঠনের রাজ্য সভানেত্রী কমরেড প্রকাশ দেবী৷ এস ইউ সি আই (সি)–র রাজ্য সম্পাদক কমরেড প্রাণ শর্মা প্রকাশ্য অধিবেশনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন৷ বেকার জীবনের নানা সমস্যা নিয়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান সংগঠনের সর্বভারতীয় সহ সভাপতি কমরেড জুবের রব্বানি৷ প্রতিনিধি অধিবেশনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কমরেড প্রতিভা নায়েক৷ তিনি বলেন, সরকারের মারাত্মক কর্মসংকোচন এবং মাদকদ্রব্যের ঢালাও প্রসার নীতির ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবসমাজকে আন্দোলনে এগিয়ে আসতে হবে৷ সম্মেলন থেকে প্রভাস কুমারকে সভাপতি, ইন্দ্রদেব সিং ও রিতু অসওয়ালকে সহ সভাপতি এবং অমরজিৎ কুমারকে সেক্রেটারি ও মনীশ কুমারকে কোষাধ্যক্ষ করে ১৪ জনের রাজ্য কমিটি এবং ১৮ কাউন্সিল গঠিত হয়৷

(গণদাবী : ৭২ বর্ষ ৭ সংখ্যা)