Breaking News

দিল্লির অবস্থান মঞ্চেই উদ্বোধন ভগৎ সিং রচনাবলি

 

হরিয়ানার রেওয়ারির খেড়া বর্ডারে ২ জানুয়ারি শহিদ-ঈ আজম ভগৎ সিং-কে নিয়ে বই প্রকাশ করেন শহিদ ভগৎ সিং পরিবারের সন্তান যাদবেন্দ্র সিং। এই অনুষ্ঠানের উদ্যোক্তা ছিল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশন (এ আই ডি ওয়াই ও)। প্রকাশিত বইয়ে শহিদ ভগৎ সিং-এর ১৫টি গুরুত্বপূর্ণ রচনা রয়েছে।

যাদবেন্দ্র সিং বলেন, এই বই প্রকাশ করে এআইডিওয়াইও প্রশংসনীয় কাজ করেছে। এই বইয়ের মাধ্যমে শহিদ ভগৎ সিং-এর চিন্তাধারা এবং জীবনসংগ্রাম জনসাধারণের মধ্যে, বিশেষত ছাত্র-যুবদের মধ্যে ছড়িয়ে যাবে। তিনি বলেন, দেশজোড়া যে কৃষক আন্দোলনে চলছে এই প্রেক্ষাপটে বইটি যুবক ও কৃষকদের মধ্যে নতুন উদ্দীপনার সঞ্চার করবে। সংগঠনের পক্ষে রাজেন্দ্র সিংহ বলেন, ভগৎ সিং বৃটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহিদ হয়েছিলেন, আজ বহুজাতিক কোম্পানির বিরুদ্ধে দেশের মানুষকে লড়তে হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক অজয় সিং সহ অন্যান্য নেতারা।

(গণদাবী-৭৩ বর্ষ ১৬ সংখ্যা_৮ জানুয়ারি, ২০২১)