দিল্লিতে এআইডিওয়াইও–র সম্মেলন

১১ আগস্ট পূর্ব দিল্লি, সেন্ট্রাল দিল্লি ও দক্ষিণ দিল্লি জেলায় এ আই ডিওয়াই–র  সম্মেলন অনুষ্ঠিত হয়৷ বেকারি, মাদকাসক্তি ও অপসংস্কৃতির বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে দিল্লিতে সংগঠনের শক্তিবৃদ্ধি ঘটেছে৷

পূর্ব দিল্লি : কোটলার সঞ্জয় ঝিল পার্কে পুর্ব দিল্লি যুব সম্মেলন অনুষ্ঠিত হয়৷ সভার শুরুতে শহিদ ক্ষুদিরামের ছবিতে মাল্যদান করা হয়৷ বক্তব্য রাখেন এআইডিওয়াইও–র রাজ্য সম্পাদক কমরেড অমরজিত ও সহ সভাপতি কমরেড প্রভাষ৷ সম্মেলনে বেকারির বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তোলার সংকল্প নেওয়া হয়৷ নবীন রামকে সভাপতি, মোহিত শর্মাকে সম্পাদক এবং বাবলু কুমারকে কোষাধ্যক্ষ করে ৮ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়৷

 সেন্ট্রাল দিল্লি : প্রতাপ নগরের কিষাণগঞ্জে সেন্ট্রাল দিল্লি জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত হয়৷ উপস্থিত সদস্যরা শহিদ ক্ষুদিরামের জীবন থেকে শিক্ষা নিয়ে বেকারি, মাদকাসক্তি ও অপসংস্কৃতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার উপর জোর দেন৷ এআইডিওয়াইও–র রাজ্য সভাপতি কমরেড প্রকাশ দেবী বক্তব্য রাখেন৷ মনীষ কুমারকে সভাপতি, মৌসম কুমারীকে সম্পাদক, আশুতোষ কুমারকে কোষাধ্যক্ষ ও সিদ্ধার্থ আহুজাকে অফিস সম্পাদক করে ৮ জনের জেলা কমিটি গঠন করা হয়৷

দক্ষিণ দিল্লি : দক্ষিণ দিল্লি জেলা যুব সম্মেলন উপলক্ষে একটি জনসভার আয়োজন করা হয় হরকেশ নগর মেট্রোর নিকট সঞ্জয় কলোনিতে (ছবি)৷ বক্তারা যুব সমস্যার বিরুদ্ধে শক্তিশালী যুব আন্দোলন গড়ে তোলার উপর জোর দেন৷ রিতু আগরবালকে সভাপতি, অখিলেশ কুমারকে সম্পাদক ও অজয় কুমারকে কোষাধ্যক্ষ করে নতুন জেলা কমিটি নির্বাচিত করা হয়৷

(গণদাবী : ৭২ বর্ষ ৪ সংখ্যা)