‘দাঙ্গায় জড়িত নেতারা, যোগী তৎপর বাঁচাতে’

লখনউ, ২১ জানুয়ারি : দাঙ্গায় নাম জড়ানো বিজেপি নেতাদের বাঁচাতে মরিয়া যোগী আদিত্যনাথের প্রশাসন৷ ২০১৩–য় মুজফফরনগরের দাঙ্গায় বিজেপি নেতাদের বিরুদ্ধে এখানকার আদালতে এখনও যে ৯টি ফৌজদারি মামলা চলছে, তা প্রত্যাহার করা যায় কি না, সম্প্রতি তা নিয়ে খোঁজ নিতে শুরু করেছে উত্তরপ্রদেশ সরকার৷

বিজেপি নেত্রী সাধ্বী প্রাচীর পাশাপাশি মামলা চলছে রাজ্যের মন্ত্রী সুরেশ রানা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বালিয়ান সহ একাধিক বিধায়ক–সাংসদের বিরুদ্ধে৷ অভিযোগ, ২০১৩–র আগস্টে মুজফফরনগরের এক মহাপঞ্চায়েতে যোগ দিয়ে উস্কানিমূলক ভাষণ দেন এই নেতা–নেত্রীরা৷ যার জেরে তার পরের মাসেই গোটা জেলা জুড়ে ব্যাপক আকারে ছডিয়ে পডে সাম্প্রদায়িক হিংসা৷ যার বলি হতে হয় অন্তত ৬০ জনকে৷ যাঁদের অধিকাংশই সংখ্যালঘু৷ প্রাণের দায়ে ঘরছাড়া হন প্রায় ৪০ হাজার মানুষ৷ দাঙ্গা বাধানোর অভিযোগে ২২ জনের বিরুদ্ধে মামলা হয়৷ তার পর চার বছর পেরিয়েছে৷ এখন জনস্বার্থের কথা বলে অন্তত এই বিজেপি নেতা নেত্রীদের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার উপায় খুঁজছে উত্তরপ্রদেশ সরকার৷ জানা গিয়েছে, ৫ জানুয়ারি এমন সম্ভাবনার কথা জানতে চেয়ে ডিএম–কে চিঠি লেখেন রাজ্যের বিচার দফতরের বিশেষ সচিব রাজ সিংহ৷ মত জানতে চাওয়া হয়েছে মুজফফরনগরের সিনিয়র এসপি–রও৷ চিঠিতে অভিযুক্ত নেতা–নেত্রীদের নাম না থাকলেও, ওই ৯টি মামলার ফাইল নম্বরের উল্লেখ আছে৷

সূত্র : আনন্দবাজার পত্রিকা