Breaking News

দর্জি শ্রমিক সম্মেলন

দর্জি শ্রমিকদের পরিচয়পত্র প্রদান, পেনশন চালু, স্বল্পমূল্যে বিদ্যুৎ সরবরাহ, কাজের গ্যারান্টি সহ সামাজিক সুরক্ষার দাবিতে ১ সেপ্টেম্বর দক্ষিণ ২৪ পরগণার সাগর ব্লকের চৌরঙ্গী স্কুলে অনুষ্ঠিত হয় সারা বাংলা গার্মেন্টস (দর্জি) শ্রমিক ইউনিয়নের প্রথম সাগর ব্লক সম্মেলন৷ গঙ্গাসাগর,  ধবলাট,  রুদ্রনগর,  ধসপাড়া,  সুমতিনগর,  রামকরচর, মুড়িগঙ্গা–১, ২ গ্রামপঞ্চায়েত থেকে প্রায় একশো দর্জি উপস্থিত হন৷ বক্তব্য রাখেন পঞ্চানন পাত্র, কালিপদ জানা, কেশব বারিক প্রমুখ৷ সম্মেলনে সংগঠনের নব গঠিত সাগর ব্লক কমিটির সভাপতি নির্বাচিত হন গৌরদাস জানা৷ এছাড়াও সহ সভাপতি শিশিরবিন্দু দাস ও কালিপদ জানা, যুগ্ম সম্পাদক সুব্রত বেরা ও শেখ মোসলেম, কোষাধ্যক্ষ মলয় মণ্ডল নির্বাচিত হন৷

একই দাবিতে ৮ সেপ্টেম্বর দর্জি শ্রমিকদের পশ্চিম মেদিনীপুরের বেলদা ব্লক সম্মেলন অনুষ্ঠিত হয় খালিনা বাজারে৷ শতাধিক দর্জির উপস্থিতিতে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদক নন্দ পাত্র৷নিতাই পণ্ডিতকে সম্পাদক ও বংশী মণ্ডলকে সভাপতি করে ১৫ জনের কমিটি গঠিত হয়৷

(৭১ বর্ষ ৭ সংখ্যা ১৪ সেপ্টেম্বর, ২০১৮)