দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে রাস্তা অবরোধ

বেহাল রাস্তা, নদীবাঁধ মেরামত ও সদ্য ভাঙনে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে ২৬ আগস্ট এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির ডাকে জেলা জুড়ে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচিতে জনগণ সামিল হন। জয়নগর-মজিলপুর পৌরসভার সামনে প্রায় আড়াই ঘণ্টা ধরে পথ অবরোধ চলে এবং প্রশাসন প্রতিশ্রুতি দেয় সেপ্টেম্বরের প্রথম থেকেই তারা রাস্তা মেরামতের কাজ শুরু করবে। এই প্রতিশ্রুতি পাওয়ার পর অবরোধ তুলে নেওয়া হয়।