Breaking News

দক্ষিণ ২৪ পরগণা জেলা শিক্ষা কনভেনশন

৩ ফেব্রুয়ারি বারুইপুর রেল ময়দানে অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির দক্ষিণ ২৪ পরগণা জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়৷ প্রথম শ্রেণি থেকেই পাশ–ফেল চালু করা, শিক্ষার বেসরকারিকরণ ও বাণিজ্যিকীকরণ বন্ধ করা, শিক্ষার স্বাধিকারের উপর হস্তক্ষেপ বন্ধ করা, শিক্ষার গেরুয়াকরণ রোধ প্রভৃতি দাবিতে জেলাব্যাপী আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সম্মেলন অনুষ্ঠিত হয়৷ বক্তব্য রাখেন অধ্যাপক মনোজ গুহ, অধ্যাপক সোমা রায়,  প্রধান শিক্ষক কানাই লাল দাস, প্রধান শিক্ষক ফজলুল হক, সারা বাংলা সেভ এডুকেশন কমিটির সম্পাদক কার্তিক সাহা এবং সদস্য সৌরভ মুখার্জী৷ সম্পাদকীয় রিপোর্ট পেশ করেন লক্ষ্মণ মণ্ডল এবং সভাপতিত্ব করেন অধ্যাপক তরুণকান্তি নস্কর৷ অধ্যাপক মনোজ গুহকে সভাপতি, জয়দেব জাতুয়াকে সম্পাদক এবং রীতা সরকারকে কোষাধ্যক্ষ নির্বাচন করে নতুন জেলা কমিটি গঠিত হয়৷

(গণদাবী : ৭১ বর্ষ ২৭ সংখ্যা)