দক্ষিণ বারাশত গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন

পঞ্চায়েতে ব্যাপক দুর্নীতি, প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা জনসমক্ষে প্রকাশ, ন্যায্য প্রাপকদের গৃহের দাবি, জবকার্ডধারীদের প্রাপ্য টাকা দেওয়া ও আর্সেনিকমুক্ত পানীয় জল সরবরাহের দাবিতে দক্ষিণ ২৪ পরগণায় এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর দক্ষিণ বারাশত লোকাল কমিটির উদ্যোগে ২৩ ডিসেম্বর মিছিল করে পঞ্চায়েত প্রধানের কাছে ডেপুটেশন দেওয়া হয়।

পদ্মেরহাট থেকে প্রায় ২ কিলোমিটার রাস্তা মিছিল করে পঞ্চায়েতে যাওয়া হয়। প্রধান ডেপুটেশন নেওয়া হবে না জানালে পঞ্চায়েত অফিসের সামনে রাস্তা অবরোধ হয়। লোকাল কমিটির সম্পাদক দিব্যেন্দু মুখার্জি, সদস্য আকবর মিস্ত্রী, স্থানীয় সংগঠক লয়েড এবং দলের পঞ্চায়েত সদস্যা আসমিরা মোল্লা পঞ্চায়েত অফিসে আবাস যোজনার তালিকার বিষয়ে জানতে চাইলে কর্তৃপক্ষ তালিকা টাঙিয়ে দিতে বাধ্য হয়। এর পর মিছিল দক্ষিণ বারাশত বাজারে ইউথ কর্নার মোড়ে আসে এবং পথসভা হয়। মিছিলে মহিলাদের সংখ্যা ছিল উল্লেখযোগ্য। বক্তব্য রাখেন দলের ডায়মন্ডহারবার জেলা কমিটির সদস্য কমরেড বিজন হাজরা।