Breaking News

ত্রিপুরায় বিদ্যুতের দাম বাড়াল বিজেপি সরকার

দুর্গা পুজোর সময় ৩ অক্টোবর এক বিজ্ঞপ্তি জারি করে বিদ্যুতের দাম বাড়িয়ে দিল ত্রিপুরার বিজেপি সরকার৷ এই বৃদ্ধির হার গৃহস্থের ক্ষেত্রে ৫ শতাংশ৷ অন্যান্য ক্ষেত্রে ৫ থেকে ৭ শতাংশ৷ এস ইউ সি আই (সি) ত্রিপুরা রাজ্য সাংগঠনিক কমিটি এই মাশুল বৃদ্ধির তীব্র বিরোধিতা করেছে৷ দলের রাজ্য সম্পাদক কমরেড অরুণ ভৌমিক বলেন, ২০০৩ সালের কেন্দ্রীয় বিদ্যুৎ আইন অনুসরণ করে রাজ্য সরকার বিদ্যুৎ দপ্তরকে করপোরেশনে পরিণত করার পর বিভিন্ন অজুহাত দেখিয়ে বার বার মাশুল বৃদ্ধি করে চলেছে৷ তিনি বলেন, এই রাজ্যের বিদ্যুৎ উৎপাদন হয় গ্যাস ও নদী বাঁধ থেকে৷ তার উৎপাদন খরচ কয়লা থেকে উৎপন্ন বিদ্যুৎ অপেক্ষা অনেক কম৷ বিদ্যুৎ পরিবহণ জনিত ক্ষতি, সরকারি ক্ষেত্রে বিদ্যুৎ অপচয় ও বৃহৎ সংস্থাগুলি বকেয়া মাশুল পরিশোধ না করায় যে ক্ষতি হচ্ছে তার দায়ভার সাধারণ গ্রাহকদের উপর চাপিয়ে দিচ্ছে ধূর্ত এই সরকার৷ এসইউসিআই(সি) দল এই জনস্বার্থ বিরোধী বর্ধিত মাশুল প্রত্যাহারের দাবি জানিয়েছে৷ সাথে সাথে এই দাবিতে রাজ্যব্যাপী আন্দোলন গড়ে তুলতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে৷ ১৫ অক্টোবর অরুণ ভৌমিক এবং দলের রাজ্য কমিটির সদস্য কমরেড সুব্রত চক্রবর্তী ও কমরেড সঞ্জয় চৌধুরী বর্ধিত মাশুল অবিলম্বে প্রত্যাহারের দাবিতে বিদ্যুৎ নিগমে স্মারকলিপি দেন৷

(গণদাবী : ৭২ বর্ষ ১১ সংখ্যা)