ত্রিপুরায় নভেম্বর বিপ্লব বার্ষিকীতে বিশেষ প্রচারাভিযান

৭–১৭ নভেম্বর মহান নভেম্বর বিপ্লব বার্ষিকী উপলক্ষে এস ইউ সি আই (সি) ত্রিপুরা রাজ্য সংগঠনী কমিটির পক্ষ থেকে পথসভা, ছবি প্রদর্শনী, বুক স্টল, ব্যাজ পরিধান সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়৷ আগরতলার বটতলাতে পথসভা ও পথচলতি জনগণের মধ্যে ব্যাজ পরিধান করা হয়৷ ৮–৯ নভেম্বর আগরতলার ইন্দ্রনগরে এবং গোতমী জেলার উদয়পুর, মাতাবাড়িতে বুক স্টল করা হয়৷

১১ নভেম্বর দক্ষিণ বাঁধারঘাট এর হঠাৎ বাজারে, ১২ নভেম্বর চন্দ্রপুরে, ১৩ নভেম্বর মিলনচক্র বাজারে ১৪ নভেম্বর এম বি টিলা বাজারে পথসভা করা হয়৷ বক্তা ছিলেন রাজ্য সম্পাদক কমরেড অরুণ ভৌমিক, সদস্য কমরেডস সুব্রত চক্রবর্তী, সঞ্জয় চৌধুরী প্রমুখ৷ পথসভাগুলিতে বক্তারা তুলে ধরেন পুঁজিবাদ ও সমাজতন্ত্র– এই দুই ব্যবস্থার পার্থক্য৷ দেখান, পুঁজিবাদ সৃষ্ট সমস্যাগুলি কেন সমাজতন্ত্র ছাড়া সমাধান করা সম্ভব নয়৷ ১৫ নভেম্বর আগরতলা সিটি সেন্টারের সামনে ছবি প্রদর্শনী করা হয়৷

১৬ নভেম্বর হাঁপানিয়া বাজারে পথসভা করা হয়৷ সভাশেষে কর্মীরা যখন ফিরে যাচ্ছিলেন সেই সময় হঠাৎ বিজেপির ১৫–২০ জন দুষ্কৃতী এসে তাঁদের আক্রমণ করে৷ দুষ্কৃতীদের বিরুদ্ধে আমতলি থানায় অভিযোগ দায়ের করা হয়৷

রাজ্য সাংগঠনী কমিটির পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা করে বিজেপির ফ্যাসিস্ট নীতির প্রতিবাদে গণতন্ত্রপ্রিয় শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়৷ নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়৷

(গণদাবী : ৭১ বর্ষ ১৬ সংখ্যা)