তেল–গ্যাসের দাম কমাতে কেন্দ্রীয় সরকারকে বাধ্য করতে তীব্র আন্দোলন গড়ে তুলুন

‘গত কয়েক সপ্তাহ ধরে খুচরো বাজারে পেট্রল–ডিজেলের ধারাবাহিক মূল্যবৃদ্ধি এবং রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত জনগণের উপর মারাত্মক আক্রমণ’– ২ জুন এক বিবৃতিতে এ কথা বলেন এসইউসিআই (সি) সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ৷

তিনি বলেন, ‘শাসক পুঁজিপতিশ্রেণি ও তার সেবাদাস বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার সহ অন্যান্য দলের রাজ্য সরকারের অর্থনৈতিক আক্রমণে ইতিমধ্যেই নুয়ে পড়া জনগণের এই বোঝা বহন করার সাধ্য নেই৷ জ্বালানি তেলে এখন প্রায় ১০০ শতাংশ ট্যাক্স৷ দেশব্যাপী দাবি উঠেছে, এই ট্যাক্স কমিয়ে দাম কমাতে হবে, কিন্তু রাজস্ব সংগ্রহ কমে যাবে এই অজুহাতে কেন্দ্রীয় সরকার তার জনবিরোধী চরিত্র অনুযায়ী এই দাবি উপেক্ষা করছে৷ শুধু তাই নয়, আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দামবৃদ্ধির মিথ্যা অজুহাত তুলছে৷ সকলেরই জানা, আন্তর্জাতিক বাজারে কৃত্রিমভাবে এই দাম বাড়ানো হচ্ছে আমেরিকা নেতৃত্বাধীন প্রধান প্রধান সাম্রাজ্যবাদী শক্তিগুলোর চক্রান্তে৷ এর বিরুদ্ধে বিশ্ব জনমত গড়ে তোলার জন্য সব ধরনের কূটনৈতিক পথে চেষ্টা না করে ভারত সরকার মূল্যবৃদ্ধির বোঝা জনগণের উপর চাপাচ্ছে৷

এর বিরুদ্ধে ভুক্তভোগী জনসাধারণের সামনে দেশব্যাপী শক্তিশালী গণআন্দোলন গড়ে তোলা ছাড়া বিকল্প কোনও পথ নেই৷ কেন্দ্রীয় সরকারকে পেট্রল–ডিজেল এবং রান্নার গ্যাসের দাম কমাতে বাধ্য করার জন্য শক্তিশালী গণআন্দোলন গড়ে তুলতে আমরা জনগণের কাছে আহ্বান জানাচ্ছি৷’

(৭০ বর্ষ ৪২ সংখ্যা ৭জুন, ২০১৮)