তামিলনাড়ুতে ভাড়াবৃদ্ধির প্রতিবাদে এসইউসিআই(সি)–র বিক্ষোভ

তামিলনাড়ুর এআইএডিএমকে সরকার ১৯ জানুয়ারি সব রকম বাসে অত্যধিক ভাড়া বাড়িয়েছে৷ পশ্চিমবঙ্গের পূর্বতন শাসকরা লোকসানের যে কথা বলে জনগণের উপর বাড়তি ভাড়ার বোঝা চাপাত, তামিলনাড়ুর সরকারও সেই একই রেকর্ড বাজিয়ে চলেছে৷ সরকারি বাসে লোকসান যদি বাস্তবে কিছু হয়ে থাকে, তা হলে তার কারণ অযোগ্য পরিচালন ব্যবস্থা এবং দুর্নীতি৷ সেসব বন্ধ না করে আগেই ভাড়াবৃদ্ধি কেন? মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ জানাচ্ছে৷ এস ইউ সি আই (সি) তামিলনাড়ু রাজ্য সংগঠনী কমিটিও প্রতিবাদে সামিল হয়েছে৷ ছাত্ররা ক্লাস বয়কট করছে৷ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ২২ জানুয়ারি চেন্নাই জেলা কালেক্টরের অফিসের সামনে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন রাজ্য সম্পাদক কমরেড এ রেঙ্গাস্বামী৷ এদিন থেনি জেলাতেও বিক্ষোভ সংগঠিত হয়৷