তামিলনাড়ুতে পুলিশের গুলিতে হত্যার তীব্র প্রতিবাদ

এস ইউ সি আই (সি) সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ২৩ মে এক বিবৃতিতে বলেন, এআইএডিএমকে পরিচালিত তামিলনাড়ু সরকারের পুলিশ ২২ মে তুতিকোরিনে বেপরোয়া গুলি চালিয়ে ২ মহিলা সহ ১২ জনকে হত্যা এবং বহুজনকে মারাত্মকভাবে আহত করেছে৷ আমরা এই ভয়াবহ ঘটনার তীব্র নিন্দা করছি৷

কর্ণাটক

সেদিন প্রাণঘাতী দূষণ সৃষ্টিকারী বেদান্ত স্টারলাইট তামা কারখানা বন্ধ করার দাবিতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাতে এসেছিলেন গ্রামবাসীরা৷ বায়ু ও ভূমি দূষণ, বেআইনিভাবে বিষাক্ত বর্জ্য পদার্থ জমা করা, স্থানীয় মানুষদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বিষাক্ত গ্যাস নিষ্ক্রমণ বন্ধ না করা প্রভৃতি বহু অভিযোগ বারবার স্টারলাইটের বিরুদ্ধে উঠেছে৷ এই কারখানাটি বন্ধ করার আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কোনও অজ্ঞাত কারণে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এটিকে খোলার ছাড়পত্র দেয়৷ এই ঘোষণাই ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের খেপিয়ে তোলে, তাঁরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেন৷ কিন্তু স্বৈরাচারী সরকার তার জবাব দেয় গুলি চালিয়ে৷ এই ঘটনা আবার দেখিয়ে দিল, অর্থলোভী একচেটিয়া পুঁজিপতিরা কেমন করে স্বচ্ছন্দে মানুষের প্রাণের বিনিময়ে বুর্জোয়া সরকারের সঙ্গে যোগসাজশে তাদের সিন্দুক ভরিয়ে তুলছে৷

দার্জিলিং

আমরা ওই কারখানা চিরতরে বন্ধ করা, দোষী পুলিশ অফিসারদের দৃষ্টান্তমূলক শাস্তি, মৃত ও আহতদের পরিবারের উপযুক্ত ক্ষতিপূরণ এবং মুনাফালোভী শিল্পপতি, যারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, তাদের উপর কঠোরভাবে দূষণ–বিরোধী আইন প্রয়োগ করার দাবি জানাচ্ছি৷

(৭০ বর্ষ ৪১ সংখ্যা ১জুন, ২০১৮)