টাকা ফেরতের দাবিতে আমানতকারীরা রাজপথে

৯ ফেব্রুয়ারি চিটফান্ড আমানতকারী ও এজেন্টরা আবারও কলকাতায় বিক্ষোভে সামিল হলেন৷  সরকারি উদ্যোগে সমস্ত আমানতকারীদের সুদ সহ টাকা ফেরত দিতে হবে, এজেন্টদের পুলিশের সহযোগিতা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, আত্মহত্যাকারী এজেন্ট ও আমানতকারীর পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে এই দাবিতে রানি রাসমণি অ্যাভিনিয়ে অল বেঙ্গল চিটফান্ড ডিপোজিটার্স অ্যান্ড এজেন্টস ফোরামের আহ্বানে প্রায় ২০ হাজার প্রতারিত মানুষ বিক্ষোভে সামিল হন৷ রাজ্য সভাপতি রূপম চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল বিধানসভায় ডেপুটেশন দেয়৷ বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সভাপতি রূপম চৌধুরী, রাজ্য সম্পাদক বিশ্বজিৎ সাঁপুই, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য মনিরুল ইসলাম, আসরাফুল হক জুয়েল, গোবিন্দ দাস, সাধন রায় প্রমুখ৷