ঝাড়গ্রামে সহস্রাধিক বিদ্যুৎ গ্রাহকের বিক্ষোভ

কলকাতা
ঝাড়গ্রাম

জঙ্গলমহল এলাকায় বকেয়া বিদ্যুৎ বিল মকুব, তেলেঙ্গানা–পাঞ্জাবের ন্যায় কৃষি বিদ্যুৎ গ্রাহকদের বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা, কেটে দেওয়া লাইন বিনা শর্তে জুড়ে দেওয়া, এল পি এস  সি–র নাম করে গ্রাহকদের কাছ থেকে চড়া সুদে টাকা আদায় বন্ধ করা, বন্ধ ও ত্রুটিপূর্ণ মিটার ১ মাসের মধ্যে পরিবর্তন করার দাবিতে এবং বিদ্যুৎ কোম্পানিগুলির ব্যাপক মুনাফা সত্ত্বেও মাশুল না কমিয়ে গ্রাহকদের প্রতারিত করার বিরুদ্ধে ২৭ সেপ্টেম্বর সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি ঝাড়গ্রাম জেলা শাখার পক্ষ থেকে আইন অমান্য করা হয়৷ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সহস্রাধিক বিদ্যুৎ গ্রাহকের একটি প্রতিবাদ মিছিল স্থানীয় কলেজ মোড় থেকে শুরু হয়ে ঝাড়গ্রাম শহর পরিক্রমা করে৷ জেলাশাসক দপ্তরের সামনে বিক্ষোভকারীরা আইন অমান্য করে গ্রেপ্তার বরণ করেন৷ বিদ্যুৎ গ্রাহক সমিতির পক্ষ থেকে অভিযোগ করা হয়, জঙ্গলমহল এলাকার আদিবাসী সহ গরিব গ্রাহকের বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ ৩০–৪০ হাজার টাকা থেকে লক্ষাধিক টাকা পর্যন্ত৷ আন্দোলনের চাপে বিদ্যুৎ দপ্তর ৬টি ব্লকে গ্রাহকদের বিলে কিছুটা ছাড় দিলেও বহু গ্রাহক এই ছাড়ের সুবিধা পাননি৷ এমনকী জঙ্গলমহল এলাকার বাকি ১৫টি ব্লক এই ছাড়ের সুযোগ থেকে পুরোপুরি বঞ্চিত হয়েছে৷ এমতাবস্থায় বকেয়া তিনশো কোটি টাকা ভরতুকি দিয়ে জঙ্গলমহলের গ্রাহকদের বিদ্যুৎ বিলের সমাধান করতে হবে৷ আইন অমান্য আন্দোলনে নেতৃত্ব দেন অ্যাবেকা পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক জগন্নাথ দাস সহ তপন রায়, মহাদেব প্রতিহার, জগদীশ মাহাতো৷

ত্রাণ সংগ্রহ বাঁকুড়ায় : ৩ সেপ্টেম্বর অ্যাবেকার পক্ষ থেকে বাঁকুড়া রিজিওনাল অফিস ও কোতুলপুর বিদ্যুৎ অফিসের সামনে কেরালার বন্যাদুর্গতদের জন্য অর্থসংগ্রহ করা হয়৷

(৭১ বর্ষ ১০ সংখ্যা ৫ -১১ অক্টোবর, ২০১৮)