জেলায় জেলায় মোটরভ্যান চালকরা আন্দোলনে

পূর্ব মেদিনীপুর : সম্প্রতি জেলা প্রশাসন রাজ্য ও জাতীয় সড়কের ওপর মোটরভ্যান চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করেছে৷ প্রতিবাদে ২৫ জুলাই তমলুক থানায় বিক্ষোভে ফেটে পড়েন দুই শতাধিক মোটরভ্যান চালক৷ মোটরভ্যান চালকদের সকলকে অস্থায়ী পরিচয় নম্বর (টিন) দেওয়া এবং পরিবহণ কল্যাণ প্রকল্পের অন্তর্ভুক্ত করার দাবিতে সারা বাংলা মোটরভ্যান চালক ইউনিয়নের (এআইইউটিইউসি অনুমোদিত) উদ্যোগে মানিকতলা মোড় থেকে মিছিল করে তমলুক থানায় বিক্ষোভ দেখানো হয়৷ ওসির কাছে প্রতিনিধিদল দাবিপত্র পেশ করেন৷ নেতৃত্ব দেন পবিত্র ঘোড়া, শেখ মোস্তাফা আলি, ভুলু রায়, জ্ঞানানন্দ রায় সহ অন্যান্যরা৷

উত্তর ২৪ পরগণা : দেড় শতাধিক চালক প্রতিনিধির উপস্থিতিতে ২৮ জুলাই টিটাগড়–বরাহনগর (ছবি) জোনাল মোটরভ্যান সম্মেলন হয় ঘোলা নবজীবন হলে৷ ব্যারাকপুর মহকুমা সম্পাদক কমরেড দেবব্রত সিংহ রায়ের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে বক্তব্য রাখেন এআইইউটিইউসি–র জেলা সভাপতি কমরেড অমল সেন সহ অন্যান্য নেতৃবৃন্দ৷ কমরেড চন্দ্রশেখর চৌধুরীকে সভাপতি, রতন শীল ও মহম্মদ শাকিলকে যুগ্ম সম্পাদক করে এক শক্তিশালী কমিটি গঠিত হয়৷

(গণদাবী : ৭২ বর্ষ ২ সংখ্যা)