জেলায় জেলায় বিদ্যুৎ গ্রাহকরা আন্দোলনে

পূর্ব বর্ধমান : গত কয়েক বছরের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পূর্ব বর্ধমান জেলার চাষিদের এ বছরের বিদ্যুৎ বিল মকুবের দাবিতে ১৬ সেপ্টেম্বর জেলাশাসক দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করে স্মারকলিপি দিল বিদ্যুৎ গ্রাহক সংগঠন অ্যাবেকা৷ কার্জন গেটে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুব্রত বিশ্বাস৷ নেতৃবৃন্দ দেখান বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা এন টি পি সি–র উৎপাদন ব্যয় ইউনিট প্রতি কমেছে ৯৩ পয়সা থেকে ১৬৫ পয়সা৷ কয়লার দাম, জি এস টি, কারিগরি ও বাণিজ্যিক ক্ষতি ইত্যাদি মিলিয়ে ৪৯ শতাংশ খরচ কমেছে৷ ফলে রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানির লাভ হয়েছে ৬,৩৭৮ কোটি টাকা৷ ফলে পশ্চিমবঙ্গে বিদ্যুতের দাম যুক্তিসঙ্গত ভাবেই ৫০ শতাংশ কমানো যায়৷

বীরভূম

ঝাড়গ্রাম : দিল্লির মতো এ রাজ্যেও ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে এবং ৪০০ ইউনিট পর্যন্ত অর্ধেক দামে বিদ্যুৎ সরবরাহ করার দাবিতে অ্যাবেকা ঝাড়গ্রাম জেলা কমিটি জেলাশাসককে ডেপুটেশন দেয়৷ জঙ্গলমহলে ২১টি ব্লকে অশান্ত পর্বের বকেয়া বিল মকুব করা, কাটা লাইন জুড়ে দেওয়া সহ তাঁদের দাবি, এল পি এস সি–র নামে চড়া হারে সুদ আদায় বন্ধ করা, বন্ধ ও ত্রুটিপূর্ণ মিটারে মনগড়া বিল পাঠানো বন্ধ করা, কৃষি বিদ্যুৎ গ্রাহকদের বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া, বিপজ্জনক বাঁশের খুঁটি পরিবর্তন করে নিরাপদ পোল ও তারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রভৃতি৷ এই দাবিতে কয়েকশো বিদ্যুৎ গ্রাহকের প্রতিবাদ মিছিল কলেজ মোড় থেকে শুরু হয়ে ঝাড়গ্রাম শহর পরিক্রমা করে জেলাশাসক দপ্তরে বিক্ষোভ দেখায়৷ বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন তপন রায়, জগদীশ মাহাত, ভোলানাথ প্রতিহার প্রমুখ৷

(গণদাবী : ৭২ বর্ষ ৯ সংখ্যা)