জেলবন্দি স্ট্যান স্বামীর মৃত্যুর প্রতিবাদ সিপিডিআরএস-এর

বারুইপুরঃ ইউএপিএ আইনে বিনা বিচারে আটক, আদিবাসী আন্দোলনের অন্যতম নেতা ৮৪ বছরের ফাদার স্ট্যান স্বামীর জেলবন্দি অবস্থায় মৃত্যুর প্রতিবাদে সিপিডিআরএস-এর দক্ষিণ ২৪ পরগণা জেলা শাখা ৮ জুলাই বারুইপুর এসডিও-র কাছে ডেপুটেশন দেয়। জেলা কমিটির সভাপতি ডঃ কানাইলাল দাস বলেন, এই মৃত্যু আসলে রাষ্ট্রীয় মদতে এক প্রতিবাদীকে তিলে তিলে হত্যা করা ছাড়া আর কিছু নয়। এ হল বিরুদ্ধ মত স্তব্ধ করে দেওয়ার ফ্যাসিবাদী অপচেষ্টা। এই ঘটনার তীব্র নিন্দার পাশাপাশি স্ট্যান স্বামীর মৃত্যুর সঙ্গে জড়িত সকল ব্যক্তিদের কঠোর শাস্তি, দানবীয় ইউএপিএ আইন রদ এবং সমস্ত রাজনৈতিক বন্দির নিঃশর্ত মুক্তির দাবি করেছে সিপিডিআরএস।

আসানসোলঃ সংগঠনের পশ্চিম বর্ধমান জেলার সদস্যরা জেলাশাসক এবং আসানসোল মহকুমা শাসক দপ্তরে এ দিন বিক্ষোভ দেখান। সংগঠনের কার্যকরী সম্পাদিকা শিপ্রা চ্যাটার্জী সহ সদস্যরা দাবি তোলেন, অগণতান্ত্রিক কালা আইন ইউএপি বাতিল করতে হবে। রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করতে হবে। পুলিশের লকআপে এবং জেল হেফাজতের বন্দিদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করা চলবে না। নাগরিকদের অধিকার হরণ করা চলবে না। স্ট্যান স্বামীর হত্যার ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

গণদাবী ৭৩ বর্ষ ৩৯ সংখ্যা