Breaking News

জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রাক্ শতবার্ষিকী উদযাপন

পরাধীন ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের কুখ্যাত কালা কানুন রাউলাট অ্যাক্টের বিরুদ্ধে পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালা বাগে ১৯১৯ সালের ১৩ এপ্রিল এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল৷ সেই সভায় ব্রিটিশ সরকার বেপরোয়া গুলি চালিয়ে সহস্রাধিক নিরস্ত্র ভারতবাসীকে হত্যা করে৷ এই বর্বরতার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ে সারা দেশ৷ রবীন্দ্রনাথ তাঁর নাইট উপাধি প্রত্যাখ্যান করেন৷

ঐতিহাসিক এই ঘটনার শতবার্ষিকীর  শুরুতে গত  ১৩ এপ্রিল  সেই   ঘটনাস্থলেই  এমএসএস, ডিওয়াইও, ডিএসও–র যৌথ উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়৷ সভাপতিত্ব করেন ডিওয়াইও–র সাধারণ সম্পাদক কমরেড প্রতিভা নায়ক৷ এসইউসিআই(সি) কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সত্যবান এবং এআইডিএসও–র সাধারণ সম্পাদক কমরেড অশোক মিশ্র যথাক্রমে প্রধান অতিথি ও মুখ্য বক্তা হিসাবে ভাষণ দেন৷ এ ছাড়াও বক্তব্য রাখেন এমএসএসের দিল্লি রাজ্য  সম্পাদক কমরেড রিতু কৌশিক, ডিওয়াইও–র রাজস্থান রাজ্য কনভেনর কমরেড কুলদীপ সিংহ, ডিএসও–র পাঞ্জাব রাজ্য ইনচার্জ কমরেড শিবাশিস প্রহরাজ এবং ডিওয়াইও–র পাঞ্জাব–চণ্ডীগড় ইউনিটের কনভেনর কমরেড বীণা সিং চৌধুরী৷

কাঠুয়া ও উন্নাও–এর নৃশংস ধর্ষণ ও হত্যার ঘটনাকে ধিক্কার জানিয়ে সভা থেকে প্রস্তাব গৃহীত হয়৷ জালিয়ানওয়ালাবাগ গণহত্যাকাণ্ডের শতবার্ষিকী উপলক্ষে বর্ষব্যাপী কর্মসূচি ঘোষিত হয়৷

(৭০ বর্ষ ৩৫ সংখ্যা ২০ এপ্রিল, ২০১৮)