জাতীয় শিক্ষানীতি-২০২০ বাতিলের দাবিতে দিল্লির যন্তর মন্তরে যৌথ ছাত্র বিক্ষোভ

করোনা মহামারি পরিস্থিতিতে বর্তমানে অন্যান্য সমস্ত ক্ষেত্রে লকডাউন শিথিল করলেও প্রতিবাদের ক্ষেত্রে কোনওরকম অনুমতি দিতে নারাজ সরকার। সংসদ অধিবেশন শুরু হয়েছে গত ১৪ সেপ্টেম্বর। গণতান্ত্রিক আন্দোলনের কর্মসূচি সংগঠিত করার জন্য প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হলেও কোনও অনুমতি পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে ২১ সেপ্টেম্বর জাতীয় শিক্ষানীতি-২০২০ বাতিলের দাবিতে দিল্লির যন্তর মন্তরে সমস্ত রকম ফিজিকাল ডিসটেন্স মেইন্টেন করেই কর্মসূচি করা হলেও সম্পূর্ণ অগণতান্ত্রিক উপায়ে প্রতিবাদীদের বাধা দেয় প্রশাসন। কিন্তু অনড় ছাত্রছাত্রীরা প্রতিবাদ বিক্ষোভ শুরু করে দেন। বিক্ষোভ চলাকালীন বিশাল পুলিশবাহিনী এবং প্রশাসন বারবার গ্রেফতার করার হুমকি দিতে থাকে। কিন্তু সমস্ত কিছুকে উপেক্ষা করে প্রতিবাদী ছাত্র প্রতিনিধিরা সেখানে প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করেন। বিক্ষোভে নেতৃত্ব দেন এ আই ডি এস ও দিল্লি রাজ্য সম্পাদিকা কমরেড শ্রেয়া সিং। তিনি সভায় বক্তব্যও রাখেন। এরপর প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে অনলাইনে জাতীয় শিক্ষানীতি-২০২০ বাতিলের দাবি সহ স্মারকলিপি দেওয়া হয়।

(ডিজিটাল গণদাবী-৭৩ বর্ষ ৬ সংখ্যা_২১ সেপ্টেম্বর, ২০২০)