জাতীয় শিক্ষানীতি শিক্ষাস্বার্থ বিরোধী, প্রতিবাদে গুজরাটে সর্বভারতীয় সভা

গুজরাট

মোদি সরকারের খসড়া জাতীয় শিক্ষানীতি–২০১৯ বাতিলের দাবিতে দেশব্যাপী আন্দোলনের আহ্বান জানাল অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি৷ ২৮ জুলাই গুজরাটের আমেদাবাদে অনুষ্ঠিত সর্বভারতীয় সভা থেকে কমিটি ২০–২৬ সেপ্টেম্বর দেশব্যাপী প্রতিবাদ সপ্তাহ পালনের আহ্বান জানায়৷ কমিটির সর্বভারতীয় সভাপতি প্রকাশ এন শাহ এবং সাধারণ সম্পাদক ডঃ অনীশ কুমার রায় বলেন, তার আগে রাজ্য জেলা আঞ্চলিক স্তরে গ্রুপ বৈঠক, সেমিনার, কনভেনশন ইত্যাদির মধ্য দিয়ে জাতীয় শিক্ষানীতির শিক্ষাবিরোধী সুপারিশগুলি জনগণের সামনে তুলে ধরা হবে৷ এদিনের বৈঠকে আসাম, বিহার, দিল্লি, গুজরাট, হরিয়ানা, কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা, পাঞ্জাব, তামিলনাড়ু, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ প্রভৃতি রাজ্য থেকে বিশিষ্ট বুদ্ধিজীবীরা এসেছিলেন৷ ডঃ স্বাতীবেন যোশী (দিল্লি বিশ্ববিদ্যালয়) ডঃ এস এন আয়ার (গুজরাট), নিকুল প্যাটেল (বরোদা বিশ্ববিদ্যালয়), অধ্যাপক তরুণকান্তি নস্কর (যাদবপুর বিশ্ববিদ্যালয়) প্রমুখ বিশিষ্ট শিক্ষাবিদ বুদ্ধিজীবী শিক্ষানীতির জনবিরোধী দিকগুলি তুলে ধরেন৷

জামশেদপুর

(গণদাবী : ৭২ বর্ষ ২ সংখ্যা)