জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে স্বাক্ষর সংগ্রহের সূচনা

১ মে মহান শ্রমিক সংহতি দিবসে এআইডিএসও-র আহ্বানে জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিলের দাবিতে দেশব্যাপী ১ কোটি স্বাক্ষর সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক সূচনা হল কলকাতায়। এদিন কলকাতার যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড সংলগ্ন লেনিন মূর্তির সামনে এক সংক্ষিপ্ত সভার মধ্য দিয়ে এই স্বাক্ষর অভিযানের সূচনা হয়। শুরুতেই বক্তব্য রাখেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৌরভ ঘোষ। এরপর বক্তব্য রাখেন সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সামসুল আলম। সৌরভ ঘোষ সরকারি শিক্ষা রক্ষায় সমাজের সর্বস্তরের মানুষকে এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান। এরপর সভামঞ্চে র পাশে অবস্থিত স্বাক্ষর বোর্ডে প্রথম সই দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সৌরভ ঘোষ (ছবি)। এরপর উপস্থিত ছাত্রছাত্রীরা সাধারণ মানুষের কাছে সংগঠনের দাবি তুলে ধরেন এবং স্বাক্ষর দেওয়ার জন্য আবেদন জানান।

গণদাবী ৭০ বর্ষ ৩৭ সংখ্যা ৬ মে ২০২২