জনগণের আমানত লুঠ করতেই ব্যাঙ্কিং বিল — এসইউসিআই (কমিউনিস্ট)

এসইউসিআই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ২৪ নভেম্বর এক বিবৃতিতে বলেন,

বিজেপি পরিাচলিত কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত ব্যাঙ্কিং আইন (সংশোধনী) বিল ২০২১ চরম জনস্বার্থবিরোধী। আমরা এই বিলের তীব্র প্রতিবাদ করছি। জনগণের টাকায় গড়ে ওঠা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সম্পদকে একচেটিয়া পুঁজি নিয়ন্ত্রিত কর্পোরেট মালিকদের হাতে তুলে দিতেই এই বিল এনেছে সরকার। সরকার লাগামছাড়া বেসরকারিকরণে উন্মত্ত, যাতে সাধারণ আমনতকারীদের কষ্টার্জিত সম্পদের নিরাপত্তা হরণ করা সহজ হয়। পুঁজি-মালিকরা উল্লসিত, এর ফলে সাধারণ মানুষের সঞ্চয়কে তারা বেশি বেশি করে নিজেদের শিল্প, কোম্পানি বা সংস্থার কাজে লাগাতে পারবে।

ইতিমধ্যেই অনাদায়ী ঋণের পরিমাণ (এনপিএ) আকাশ ছুঁয়েছে। শিল্পপতি ধনকুবেরদের বেশিরভাগ ঋণই হয় সরকার মকুব করে দিয়েছে না হলে তা ব্যাঙ্কের খাতা থেকে মুছে দিয়েছে। এখন নিজেদের মালিকানায় থাকা ব্যাঙ্কে সাধারণের সম্পদকে ঋণের নামে কর্পোরেট মালিকরাই নিজেদের পকেটে পোরার কাজটা আরও সহজে করতে পারবেন। এর ফলে অনুৎপাদক সম্পদ আরও বাড়বে। কয়েক বছরের মধ্যে গ্লোবাল ট্রাস্ট ব্যাঙ্ক, লক্ষ্মীবিলাস ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্কের ফেল পড়ার ঘটনা এবং আইসিআইসিআইসহ অন্যান্য বেসরকারি ব্যাঙ্কের জালিয়াতি দেখিয়ে দেয় বেসরকারি হাতে তুলে দিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে বাঁচানোর যুক্তিটা কতখানি অসার। ব্যাঙ্ক কর্মচারী সহ সকল স্তরের শ্রমজীবী মানুষের কাছে আমাদের আবেদন, কৃষক আন্দোলনের সাফল্য থেকে প্রেরণা নিয়ে এই দানবীয় পদক্ষেপ রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ শক্তিশালী আন্দোলন গড়ে তুলুন।