ছাত্রী আত্মহত্যায় প্ররোচনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

বর্ধমান পৌরসভা এলাকার ২৭ নম্বর ওয়ার্ডের ছাত্রী তুহিনা খাতুনের মর্মান্তিক আত্মহত্যার ঘটনায় বর্ধমানবাসী স্তম্ভিত। নির্বাচনকে হাতিয়ার করে শাসক দলের নিজেদের গোষ্ঠীদ্বন্দে্বর ফলে এই ছাত্রীর মৃত্যু হল। অভিযোগ, পৌরসভা ভোটের সময় থেকে মেয়েটির ঘরে নোংরা ছবি এঁকে দিয়ে তার উপর দিনের পর দিন মানসিক অত্যাচার চালিয়েছিল শাসক দলের কাউন্সিলর। তুহিনার আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার সাথে যুক্ত কাউন্সিলর সহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে ৬ মার্চ এআইডিএসও, এআইডিওয়াইও, এআইএমএসএসের পূর্ব বর্ধমান জেলার পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি হয় বর্ধমান স্টেশন চত্বরে।

গণদাবী  ৭৪ বর্ষ ৩০ সংখ্যা ১১ মার্চ ২০২২