ছাঁটাইয়ের প্রতিবাদে স্বাস্থ্যকর্মীদের দু’দিন ব্যাপী ধরনা বাঙ্গালোরে

গত মার্চ মাসে ৬ হাজার ৪৬৩ জন স্বাস্থ্যকর্মীকে ছাঁটাই করে দিয়েছে কর্ণাটকের বিজেপি সরকার। এঁরা করোনা অতিমারিতে জীবন বিপন্ন করে রোগীদের সুস্থ করে তুলেছেন। ছাঁটাইয়ের প্রতিবাদে বাঙ্গালোরের ফ্রিডম পার্কে হাজার হাজার স্বাস্থ্যকর্মী ৮-৯ এপ্রিল ধরনা অবস্থানে সামিল হন এবং তাঁদের কাজে বহাল রাখার দাবি জানান। এআইইউটিইউসি অনুমোদিত একটি যুক্ত মঞ্চের উদ্যোগে স্বাস্থ্যকর্মীরা এই ধরনায় দাবি তোলেন, অবিলম্বে ছাঁটাইয়ের নির্দেশনামা বাতিল করতে হবে। অতিমারির সময়ে স্বাস্থ্যমন্ত্রক তাঁদের যে সমস্ত শূন্যপদে নিয়োগ করেছিলেন তা বহাল রাখা এবং বকেয়া এরিয়ার সহ বিপন্ন-জীবন ভাতা হিসাবে তাদের প্রাপ্য মেটানোর দাবি জানিয়েছেন তাঁরা। এআইইউটিইউসি-র রাজ্য নেতা সহ এক প্রতিনিধি দল স্বাস্থ্যমন্ত্রীকে দাবিপত্র দেন। দেখা যাক, রাজ্যের বিজেপি সরকার করোনা যোদ্ধাদের প্রতি কী মর্যাদা দেখায়!

গণদাবী ৭৪ বর্ষ ৩৫ সংখ্যা ২২ এপ্রিল ২০২২

About suphal