চয়েস বেসড ক্রেডিট সিস্টেমে পঠন–পাঠন হবে নৈরাজ্যমূলক

অধ্যাপক সংহতি মঞ্চের উদ্যোগে ১১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিবেকানন্দ হলের সেমিনারে চয়েস বেসড ক্রেডিট সিস্টেমের (সিবিসিএস) বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ধ্বনিত হয়৷ ইউজিসি–র নির্দেশে দেশ জুড়ে উচ্চ শিক্ষার স্নাতক স্তরে চাপানো এই নয়া ব্যবস্থাকে বকচ্ছপ মার্কা বলে শিক্ষাবিদরা তাঁদের মতামত প্রকাশ করেন৷

বক্তাদের মধ্যে ছিলেন অধ্যাপক অশোকেন্দু সেনগুপ্ত, অধ্যাপক গৌতম মাইতি, অধ্যাপক উদয়ন বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক দেবাশিস আইচ, অধ্যক্ষ ডঃ নীলেশ মাইতি, ডঃ দেবব্রত বেরা, ছাত্র প্রতিনিধি চন্দন সাঁতরা প্রমুখ৷ আলোচকরা বলেন, ইউজিসি সিবিসিএস কোর্স চালু করতে অতিরিক্ত তৎপরতা দেখিয়েছে৷ অথচ চালু করার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শিক্ষক–শিক্ষাবিদদের সঙ্গে কোনও আলোচনা করেনি৷ এই সিদ্ধান্তে  শিক্ষার স্বাধিকারের ধারণাকে পদদলিত করা হয়েছে৷ ইউজিসি সিলেবাস, মূল্যায়ন প্রভৃতি শিক্ষা সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত পড়ুয়াদের উপর চাপিয়ে দিচ্ছে, তার বাইরে যাওয়ার কোনও উপায় ছাত্রছাত্রীদের থাকছে না৷ ফলে  নামে এটা চয়েস বেসড ক্রেডিট সিস্টেম বলা হলেও, আসলে এটা কমপালশন বেসড ক্রেডিট সিস্টেম৷ এতে  ফিজিক্স বা কেমিস্ট্রির সঙ্গে সহযোগী বিষয় হিসাবে ইকনমিকস বা ফিল্ম স্টাডিজ পড়ার যে ব্যবস্থা রাখা হয়েছে তাতে উক্ত বিষয়গুলি সম্পর্কে সুসংহত ধারণা বা যথাযথ জ্ঞান চর্চা ব্যাহত হবে৷ বক্তারা বলেন, বাজার অর্থনীতির চাহিদার দিকে তাকিয়ে এই পদ্ধতি চালু করা হচ্ছে৷ এর অঙ্গ হিসাবে সেমেস্টার ব্যবস্থা চালু করা হচ্ছে, যার পরিকাঠামো প্রায় কোনও কলেজেই নেই৷ উপস্থিত সকল আলোচকই এই পদ্ধতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রয়োজনীয়তার কথা জোরের সাথে উল্লেখ করেন৷ সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক তরুণ নস্কর৷