Breaking News

চেন্নাইয়ে মহিলা প্রতিবাদীদের উপর পুলিশি নির্যাতন, তীব্র নিন্দায় এ আই এম এস এস

 

চেন্নাইয়ে ১৪ ফেব্রুয়ারি সিএএ-এনআরসি-এনপিআর-এর বিরুদ্ধে বিক্ষোভরত মহিলাদের উপর পুলিশ যেভাবে আক্রমণ করেছে তার তীব্র নিন্দা করেছেন এ আই এম এস এসের সাধারণ সম্পাদক কমরেড ছবি মহান্তি। ১৫ ফেব্রুয়ারি এক বিবৃতিতে তিনি বলেন, সংবাদমাধ্যমে জানা গেছে পুরুষ পুলিশকর্মীরা মহিলা বিক্ষোভকারীদের উপর মারাত্মক আক্রমণ চালিয়েছে। যার ফলে বহু মহিলা আহত। পুরুষ পুলিশকর্মীরাই ধাক্কা দিতে দিতে মহিলা বিক্ষোভকারীদের ভ্যানে তুলেছে। এট সম্ভব হতে পেরেছে কেবলমাত্র ফ্যাসিস্ট বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার তা চেয়েছে বলেই। তিনি তামিলনাডু সরকারের কাছে দোষী পুলিশ কর্মীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

এই সময় সারা দেশে মহিলারা বহু অসুবিধা এবং বাধার মোকাবিলা করে যে অভূতপূর্ব সাহসী সংগ্রাম চালিয়ে যাচ্ছেন এ আই এম এস এস তাকে অভিনন্দন জানিয়েছে। সারা দেশের এই প্রতিবাদী মহিলাদের সাথে তামিলনাডুর আন্দোলনকারীদের পাশে এ আই এম এস এস সর্বদা থাকবে বলে তিনি জানিয়েছেন।

(গণদাবী : ৭২ বর্ষ ২৮ সংখ্যা)