চেতলায় ছাত্র আন্দোলনের জয়

বাড়তি ফি প্রত্যাহার সহ নানা দাবিতে আন্দোলনের সমর্থনে সই সংগ্রহ করছেন এআইডিএসও।

সরকার নির্ধারিত ২৪০ টাকা ফি-তেই ছাত্র ভর্তি করার দাবি নিয়ে দীর্ঘদিন ধরে এআইডিএসও-র নেতৃত্বে দক্ষিণ কলকাতায় চেতলা বয়েজ স্কুলের ছাত্রদের আন্দোলন চলছিল। আন্দোলনকে দুর্বল করে দেওয়ার চেষ্টা ধারাবাহিকভাবে চললেও শেষ পর্যন্ত ৯ আগস্ট ব্যাপক ছাত্র আন্দোলনের চাপের কাছে নতিস্বীকার করতে বাধ্য হয় স্কুল কর্তৃপক্ষ। ছাত্ররা তিন ঘণ্টা ধরে ঐক্যবদ্ধভাবে প্রধান শিক্ষককে ঘেরাও করার পর স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য সেখানে উপস্থিত হন এবং শেষ পর্যন্ত ১৬৫০ টাকা ফি বাতিল করে ২৪০ টাকা ভর্তি ফি ঘোষণা করতে বাধ্য হন। এ কথাও ঘোষণা করা হয় যে ইতিমধ্যে নেওয়া বাড়তি ফি ফেরত দেওয়া হবে। কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে ঘেরাও তুলে নেওয়া হয়।

গণদাবী ৭৪ বর্ষ ৪ সংখ্যা